কৌশিকী অমাবস্যার পর ভিড়ে ঠাসা তারাপীঠ, বালাই নেই কোভিড প্রোটোকলের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
তারাপীঠ মন্দিরের উপচে পড়া ভিড়েও বিন্দুমাত্র কোভিড প্রোটোকল মানার লক্ষণ নেই।
মাধব দাস, বীরভূম : করোনা সংক্রমণ ঠেকাতে কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠ মন্দির কমিটি এবং বীরভূম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সাধারণ ভক্তদের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে আট তারিখ পর্যন্ত টানা ছয় দিন বন্ধ থাকে তারাপীঠ মন্দির। তবে এরপর নয় তারিখ থেকে মন্দির খুলতেই প্রথম শনিবার উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও মন্দিরে। কিন্তু এই উপচে পড়া ভিড়েও বিন্দুমাত্র কোভিড প্রোটোকল মানার লক্ষণ নেই।
মন্দিরে আগত অধিকাংশ ভক্তদের মুখে মাস্ক নেই। মুখে মাস্ক নেই অধিকাংশ মন্দিরের পুরোহিত অথবা সেবায়েতদের মুখেও। পাশাপাশি করোনা পরবর্তী সময়ে মন্দির কমিটির তরফ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল, প্রশাসনিক পর্যবেক্ষণ চালানো ছাড়াও মন্দির কমিটির নিজস্ব নিরাপত্তারক্ষীরা খতিয়ে দেখবেন কোভিড প্রোটোকল, তাও চোখে পড়ল না শনিবার। আর এর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে কেবলমাত্র কৌশিকী অমাবস্যায় মন্দির বন্ধ রেখেই কি লাগাম টানা সম্ভব করোনায়।
advertisement
কারণ করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষজ্ঞরা বারংবার মত পোষণ করছেন, কোনভাবেই গা-ছাড়া মনোভাব নিয়ে চললে হবে না। বাইরে যাতায়াত অথবা কাজের ক্ষেত্রে সবসময় মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব, ব্যবহার করতে হবে ফেস মাস্ক সহ অন্যান্য স্বাস্থ্যবিধি। আর তা না হলে অবশ্যম্ভাবী করোনার তৃতীয় ঢেউ।
advertisement
বিশেষজ্ঞদের পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ নিয়েও যখন দেশজুড়ে আশঙ্কা তৈরি হয়েছে সেই সময় বীরভূমের এই তারাপীঠ মন্দিরে এমন লাগামছাড়া মনোভাব প্রশ্ন তুলছে জেলা প্রশাসন এবং মন্দির কমিটির ব্যবস্থাপনা নিয়েও।
advertisement
তারাপীঠ মন্দিরের এদিনের এই অপ্রীতিকর পরিস্থিতির বিষয়ে আমরা তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, "কৌশিকী অমাবস্যার পর প্রথম শনিবার দারুণ ভিড় হয়েছে তারাপীঠে।\" কিন্তু এর পরেই যখন তাকে প্রশ্ন করা হয়, এই ভিড়ের পরিস্থিতিতে ঠিকঠাক স্বাস্থ্যবিধি কি মানা হচ্ছে? স্বভাবতই এই অপ্রস্তুত প্রশ্ন শুনে তিনি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি জানান, \"এখন আমি একটি গুরুত্বপূর্ণ মিটিং-এ রয়েছি। এই বিষয়ে পরে কথা বলা নেওয়া হবে।"
view commentsLocation :
First Published :
September 11, 2021 3:35 PM IST