Birbhum News : সাড়ে সর্ব্বনাশ আর কাকে বলে, ডায়গনস্টিক সেন্টারের রিপোর্টই ভুল, রোগীর অবস্থা খারাপ

Last Updated:

এক ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ তুললেন এক রোগী। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি শহরে।

+
Wrong

Wrong report diagnostic center suri

#বীরভূম : ভুল চিকিৎসার অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তুলতে দেখা যায়। ঠিক সেই রকমই এবার এক ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ তুললেন এক রোগী। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি শহরে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একটি লিখিত অভিযোগ দায়ের করলেন ওই রোগী। সোমবার এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১৮ জুলাই সিউড়ির হাটজান বাজার এলাকার রঞ্জন পাল নামে এক যুবকের হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। এরপর ওই যুবক সিউড়ির একটি ডায়গনস্টিক সেন্টারে যান এবং সেখানে চিকিৎসা করান। চিকিৎসার জন্য ওই ডায়াগনস্টিক সেন্টারের এক চিকিৎসক তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। সেইমতো রঞ্জন পাল ওই ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শ মত পরীক্ষা-নিরীক্ষা করান। এরপর যে রিপোর্ট দেওয়া হয় তাতে বলা হয় কোনও অসুবিধে নেই তার। সেখান থেকে সমস্ত রিপোর্ট সংগ্রহ করে রঞ্জন পাল বাড়ি চলে আসেন।
advertisement
advertisement
এরপর ঠিক পাঁচ দিনের মধ্যে পুনরায় তার পেটে ব্যথা শুরু হয়। পেটে ব্যথা নিয়ে রঞ্জন পাল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকেরা জানান, পুনরায় অন্য কোনও ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রঞ্জন পাল সিউড়ির অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে তার হার্নিয়া ধরা পড়ে।
advertisement
দুই জায়গায় দু'রকম রিপোর্ট এবং শেষ যে ডায়গনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয় সেই রিপোর্টকে চিকিৎসকরা মান্যতা দেওয়ার পরিপ্রেক্ষিতে রঞ্জন পাল পুনরায় প্রথম যেখানে পরীক্ষা করানো হয়েছিল সেখানে যান এবং তাদের কাছে ভুল রিপোর্ট দেওয়ার জন্য টাকা ফেরতের দাবি করেন। তবে অভিযোগ সেই সময় ওই ডায়গনস্টিক সেন্টারের মালিক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
advertisement
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রঞ্জন পাল বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়িকে তিনি একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পেয়ে হিমাদ্রি আড়ি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনও ত্রুটি পাওয়া যায় তাহলে ওই ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/Local News/
Birbhum News : সাড়ে সর্ব্বনাশ আর কাকে বলে, ডায়গনস্টিক সেন্টারের রিপোর্টই ভুল, রোগীর অবস্থা খারাপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement