সমস্যায় অঙ্গনওয়াড়ি কর্মীরা, ২৬ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান

Last Updated:

করোনাকালে দীর্ঘ দু'বছর ধরে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি বন্ধ ছিল অঙ্গনওয়াড়ি সেন্টার

+
সমস্যায়

সমস্যায় অঙ্গনওয়াড়ি কর্মীরা, ২৬ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান

মাধব দাস, বীরভূম: করোনাকালে দীর্ঘ দু'বছর ধরে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি বন্ধ ছিল অঙ্গনওয়াড়ি সেন্টার। এই সকল সেন্টার সবেমাত্র দিন কয়েক আগে খুলেছে। তবে এইসকল সেন্টারগুলি খোলার পর থেকেই অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা এবং সহায়িকারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন। সেই সকল সমস্যা থেকে রেহাই পেতে তারা বৃহস্পতিবার বীরভূম জেলা জেলা প্রকল্প আধিকারিক অফিসে একটি স্মারকলিপি জমা দিলেন। এই স্মারকলিপিতে তারা মোট ২৬ দফা দাবি দাওয়া তুলে ধরেছেন।
নিজেদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে এদিন ২৬ দফা দাবি দাওয়া প্রদান করা হয় পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে। তাদের তরফ থেকে যেসকল দাবি-দাওয়া নিয়ে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি হলো, বর্তমান বাজার দর অনুসারে জিনিসপত্রের দাম দিতে হবে, প্রতিটি সেন্টার স্যানিটাইজ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে সরঞ্জাম পাঠাতে হবে, গ্রাজুয়েটি দিতে হবে, পেনশন দিতে হবে, প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টার যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য পর্যাপ্ত সামগ্রী প্রেরণ করতে হবে, পোষণ অ্যাপ নামে যে অ্যাপ আনা হয়েছে সেই অ্যাপের প্রশিক্ষণ দিতে হবে প্রত্যেককে এবং এই অ্যাপ চালানোর জন্য প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীকে একটি করে স্মার্টফোন এবং রিচার্জ খরচ দিতে হবে। এছাড়াও তাদের তরফ থেকে বদলির হুমকি দেওয়া বন্ধ করতে হবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি বিমা, বৃত্তি সহ আরও ২০টি দাবি-দাওয়া রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/Local News/
সমস্যায় অঙ্গনওয়াড়ি কর্মীরা, ২৬ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement