দিঘার গ্রামে ১২ বছরের বালকের নিথর দেহ উদ্ধার!
- Published by:Arka Deb
Last Updated:
বারো বছরের বালকের ফাঁস লাগানো দেহ উদ্ধার, চাঞ্চল্য দিঘায়।
বারো বছরের বালকের ফাঁস লাগানো দেহ উদ্ধার, চাঞ্চল্য দিঘায়।
শুক্রবার রাতে দিঘা থানার অন্তর্গত দিঘা গ্রামে ১২ বছর বালকের নিথর দেহ উদ্ধার করা হয়। বাড়ির কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ। পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়। বালকের পিতা নেশাগ্রস্ত অবস্থায় মেরে ফেলেছে অভিযোগ করেছেন আত্মীয় স্বজন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Location :
First Published :
June 12, 2021 1:40 PM IST