Betel Leaves| Pan Pata|| এক পান পাতাতেই রোগ মুক্তি? পানের ভেষজ গুণের সীমা নেই, জানুন

Last Updated:

Betel Leaves Benefits: আয়ুর্বেদ গাছ গাছড়ায় রোগ মুক্তি হয় এ কথা কম বেশি সকলের জানা, পান পাতার ভেষজ গুণ শুনলে অবাক হবেন।

পানপাতা। সংগৃহীত ছবি।
পানপাতা। সংগৃহীত ছবি।
হাওড়া: গাছে, লতা পাতায় রোগমুক্ত হওয়ার নিদর্শন রয়েছে আমাদের দেশে। ভারতীয় সংস্কৃতিতে আয়ুর্বেদ একসময়ের চিকিৎসা ব্যবস্থার মূল অঙ্গ ছিল। এই আধুনিক সময়ে বহু মানুষ এই আয়ুর্বেদিক গাছ গাছড়ার উপর নির্ভর রয়েছে। এই গাছ গাছড়াতেও কঠিন রোগ মুক্তি ঘটে। এমনই গুরুত্বপূর্ণ কিছু গাছ পাতা আমাদের হাতের সামনেই রয়েছে। তার মধ্যেই একটি হলো পান বা পান পাতা।
পান পাতা হজম শক্তি বাড়ায়। সাধারণত খাওয়ার পর পান খাওয়া হয় এটার কারণ হজম করতে সাহায্য করে পান। পাশাপাশি গ্যাস অম্বল কমায়। বাড়াতে পান দারুণ কার্যকর। পান পাতার রস পেটের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে। পেটে বায়ু জমে না। ফলে মানব শরীরে খিদে বাড়ে।
আরও পড়ুনঃ একটুতেই ক্লান্ত হয়ে পড়ছেন? হাঁটতে অসুবিধা? হার্টের বড় অসুখ বাসা বাঁধল! চিকিৎসকদের পরামর্শ জানুন
পান পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল। যার ফলে ক্ষতস্থানে পান পাতা দিলে দ্রুত ক্ষত নিরাময় হয়। ফলে পান পাতা ব্যবহারে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। ঠান্ডা লাগা বা গলা ইনফেকশন, গলা খুসখুসের মতো সমস্যাতে পান দারুণ কার্যকরী।
advertisement
advertisement
*গলা খুসখুসের মতো সমস্যাতে পাঁচ মিলিলিটার রস সামান্য উষ্ণ গরম জলে দিয়ে পান করলে উপশম পাওয়া যায়।
*মাউথফ্রেশনার হিসেবে কাজ করে পান। পান পাতার রস দাঁত ও মাড়ির পক্ষে উপকারী। পান পাতায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকি কমায়।
আরও পড়ুনঃ নিত্য মানসিক চাপ! এখনই সাবধান না হলে ভুগতে হতে পারে বড় অসুখে
*ত্বকের ক্ষেত্রে পান ভীষণ কার্যকরী। অ্যালার্জি, ফুসকুড়ি, দাদ বা আঁচিল হলে সেই স্থানে কয়েক দিন পান পাতার রস লাগালে ধীরে ধীরে সেই আঁচিল মিশে যায়।
advertisement
*পান ডায়াবেটিস নি়য়ন্ত্রণে কাজ করে। পান পাতার মধ্যে ডায়াবেটিস প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। কোষ্ঠকাঠিন্যর মত সমস্যা থেকে মুক্তি পেতে পান পাতা দারুন কার্যকরী।
*একটি পান পাতা ছোট ছোট কুচি করে রাত্রে এক গ্লাস জলে ভিজিয়ে রেখে। সকালে পান পাতা থেকে ওই জল খেলে উপকার পাওয়া যায়। 
advertisement
*সকালে পান পাতা নিচে রস জলের সঙ্গে মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়।
গাছের ব্যবহার আমাদের দেশে অজানা নয়। তেমনই পান পাতা অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে। শরীরের কোনও স্থানে কেটে গেলে। সেই স্থানে পান পাতার রস বা পাতা ব্যবহার করা যেতে পারে। সংক্রমণ বা জীবাণুর বিরুদ্ধে কাজ করে। খিদে মন্দা বা পাকস্থলী সমস্যাতেও পান পাতার উপকারিতা রয়েছে। পাকস্থলীর অম্লমান বা পিএইচের মাক ঠিক না থাকলে। শরীরে সমস্যা দেখা দেয় খিদে মন্দ হয়। এ ক্ষেত্রে সামান্য পান পাতা চিবিয়ে খেলে উপকার পাওয়া যেতে পারে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Betel Leaves| Pan Pata|| এক পান পাতাতেই রোগ মুক্তি? পানের ভেষজ গুণের সীমা নেই, জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement