Year Ender 2023: প্রেমের দুনিয়ায় এ বছর উঠে এল কোন কোন নতুন শব্দ? আসুন, ফিরে দেখি ২০২৪ শুরুর আগেই

Last Updated:

Year Ender 2023: ২০২৩ শেষের মুখে দাঁড়িয়ে দেখে নিই ডেটিং-এর ক্ষেত্রে এ বছর কোন কোন ট্রেন্ড জনপ্রিয় হল

পরিবর্তন এসেছে প্রেমিক প্রেমিকার দৃষ্টিভঙ্গিতেও
পরিবর্তন এসেছে প্রেমিক প্রেমিকার দৃষ্টিভঙ্গিতেও
একদিকে সোশ্যাল মিডিয়ার দাপট, অন্যদিকে জেনারেশন জেড-এর সপ্রতিভ দৃষ্টিভঙ্গি-দুইয়ের দাপটে আমূল পরিবর্তন প্রেমের দুনিয়াতেও৷ গত কয়েক বছরে পাল্টেছে প্রেমের সংজ্ঞা৷ পরিবর্তন এসেছে প্রেমিক প্রেমিকার দৃষ্টিভঙ্গিতেও৷ অগণিত অপশন এবং ডেটিং অ্যাপসের যুগে প্রেমের বুদ্বুদ এখন অনেক রঙিন৷ আজকের প্রজন্মের কাছে নতুন দরজা খুলে যাওয়ার সুযোগ অনেক বেশি৷ রোম্যান্টিক সম্পর্কে জড়িয়ে পড়ার হারও বেড়েছে আগের তুলনায়৷ ২০২৩ শেষের মুখে দাঁড়িয়ে দেখে নিই ডেটিং-এর ক্ষেত্রে এ বছর কোন কোন ট্রেন্ড জনপ্রিয় হল৷
ফিজলিং (Fizzling)
কোনও সম্পর্ক থেকে ধীরে ধীরে মনোমালিন্য ছাড়া সরে আসাকে বলা হয় ফিজলিং৷ এখানে প্রত্যক্ষভাবে কোনও ব্রেকআপ হয় না৷ পরিবর্তে সময়ের সঙ্গে সঙ্গে প্রেমিক জুটির একজন অন্যজনের প্রতি তাঁর মনোযোগ বা মনেনিবেশ বন্ধ করে দেন সময়ের সঙ্গে সঙ্গে৷ সম্পর্কে থাকা অন্যজন এই টলায়মান সম্পর্ক বিশ্লেষণ করতে থাকেন বা মাপতে থাকেন৷ ফর্মাল ব্রেক আপ থাকে না বলে এখানে কোনও ঠিকভুল হিসেবের বা অনুশোচনা করার জায়গা থাকে না৷
advertisement
advertisement
গ্যাসলাইটিং (Gaslighting)
এই টার্ম আজকাল জেন ওয়াই-এর মধ্যে বহুল প্রচলিত৷ এই নামের আড়ালে বোঝানো হয় সেই সব কৌশল প্রয়োগকে, যাতে সকলকে বিশ্বাস করানো হয় যে যা দেখা যাচ্ছে, বাস্তবের সেই ছবি আসলে ভুল৷ এর থেকে রাগ, ক্রোধ, হতাশা আসতে পারে৷ যাতে সম্পর্কে থাকা একজন মর্মাহত হয়ে পড়তে পারে৷
advertisement
গোস্টিং (Ghosting)
কারওর প্রতি আগ্রহ না থাকলেও সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াকে বলে গোস্টিং৷ কাউকে ভাল না লাগলে, পুরনো আগ্রহ বা ভালবাসা হারিয়ে গেলে সেই বার্তা স্পষ্ট করে জানিয়ে দেওয়াই ভাল৷ পরিবর্তে সে কথা প্রকাশ না করে নিজের থেকে যোগাযোগ বন্ধ করে দেওয়া অস্বাস্থ্যকর৷ এতে অন্যজনের মনে হতে পারে তিনি অবহেলিত৷ এতে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়৷
advertisement
চূড়ান্ত বিষাক্ত পরিবেশকে এই নাম দেওয়া হয়৷ হয়তো প্রেম আর অবশিষ্ট নেই৷ বা ঝগড়ার জন্য কথাবার্তা হয়তো বন্ধ৷ নিভু নিভু সম্পর্কে প্রেম হয়তো তলানিতে৷ কিন্তু সেটা মেরামত না করে একদম চুপ হয়ে যাওয়াকেই বলে স্টোনওয়ালিং৷ অর্থাৎ পাথরের দেওয়াল তুলে দেওয়া৷ এরকম আচরণের নানা কারণ থাকতে পারে৷ তবে সাধারণত মুখে কুলুপ দেওয়া এই আচরণ প্রেমিক বা প্রেমিকা করে থাকেন অন্যজনকে ‘উচিত শিক্ষা’ দিতে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Year Ender 2023: প্রেমের দুনিয়ায় এ বছর উঠে এল কোন কোন নতুন শব্দ? আসুন, ফিরে দেখি ২০২৪ শুরুর আগেই
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement