World Theatre Day 2022: বিশ্ব নাট্য দিবস ২০২২: শিল্পের জন্য শিল্প নয়, থিয়েটার হোক প্রতিবাদের ভাষা, চেতনার স্বর
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
World Theatre Day 2022 Theme: প্রতি বছরই এই দিবসের মূল সুর থাকে ‘থিয়েটার এবং শান্তির সংস্কৃতি’
#নয়াদিল্লি: নাটকে শুধু লোকশিক্ষাই হয় না, নাটক নিজেকে নিজের সঙ্গে পরিচিত হতে শেখায়। নাটক এক অস্ত্র, প্রতিবাদের এবং প্রতিরোধেরও। তাই শতাব্দী ধরে, থিয়েটার মানুষকে জুড়ে জুড়ে রাখার অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে নিজেকে ধরে রেখেছে। ২৭ মার্চ সারা বিশ্বজুড়ে উদযাপিত হয় বিশ্ব থিয়েটার দিবস (World Theatre Day 2022)। চলচ্চিত্রের বিবর্তনের আগে মানুষ নাটককেই বিনোদনের উৎস হিসেবে উপভোগ করত। সময় এগোতে এগোতে শুধু আর বিনোদন নয় মানুষের সমবেত কণ্ঠস্বর হয়ে ওঠে থিয়েটার। সমাজকে প্রতিফলিত করার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় থিয়েটার। বিশ্ব থিয়েটার দিবস (World Theatre Day 2022) তাই নাটক সংরক্ষণ ও নাটকের প্রচারের জন্যও উদযাপিত হয়।
বিশ্ব থিয়েটার দিবসের ইতিহাস ও তাৎপর্য
আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট ১৯৬২ সাল থেকে সারা বিশ্বে এই দিনটি উদযাপন করে চলেছে। বিশ্ব থিয়েটার দিবসের (World Theatre Day 2022) প্রথম বার্তাটি লিখেছিলেন ফরাসি নাট্যকার জ্যঁ কক্টো। প্রথম আইটিআই সম্মেলন ফিনল্যান্ডের হেলসিংকিতে এবং দ্বিতীয়টি ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছিল। থিয়েটার শুধুই মঞ্চের নয়, থিয়েটার রাস্তার, থিয়েটার গলির, থিয়েটার ড্রয়িং রুমেরও, থিয়েটার মাঠের, থিয়েটার মাথার। শুধু গল্প বলা থিয়েটারের কাজ না, থিয়েটার মানুষকে এমন আশ্চর্য বিষয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেখান থেকে চোখ বুঁজে ফিরে আসার পথ থাকে না। তাই থিয়েটার আর শুধুই শিল্প নয়। থিয়েটার চেতনার এক অন্য ভাষাও। থিয়েটারে এখন দর্শকরা শুধুই দর্শক নন, তাঁরাও হয়ে উঠতে পারেন নাটকের প্রক্রিয়ার অংশ। অভিনয়ের মাধ্যম, প্রচেষ্টা এবং প্রতি নাট্যশিল্পী তথা নাট্য কর্মীর অবদান সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই দিনটির (World Theatre Day 2022) তাৎপর্য।
advertisement
advertisement
প্রতি বছর বিশ্ব থিয়েটার দিবসের থিম নির্ধারণ করা হয় না। প্রতি বছরই এই দিবসের মূল সুর থাকে ‘থিয়েটার এবং শান্তির সংস্কৃতি’ (Theatre and a Culture of Peace)। সেলিব্রিটি এবং থিয়েটার শিল্পীরা নাট্যশিল্পে নিজেদের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন অনেকেই। এই বিশেষ দিনের শুভেচ্ছা এবং নাট্য আন্দোলনের সচেতনতা ছড়িয়ে দিতে আজকের দিনটির (World Theatre Day 2022) সেরা বার্তা হতে পারে কোনও থিয়েটারই। থিয়েটার একটা যাপন, থিয়েটারে বাঁচতে পারলে তবেই একজন নাট্যকর্মী হয়ে উঠতে পারেন। সরকার এবং বিভিন্ন অন্য সংস্থাগুলিও সোশ্যাল মিডিয়ায় নানান বার্তা এবং অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটির গুরুত্ব ছড়িয়ে দেয়৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2022 10:06 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Theatre Day 2022: বিশ্ব নাট্য দিবস ২০২২: শিল্পের জন্য শিল্প নয়, থিয়েটার হোক প্রতিবাদের ভাষা, চেতনার স্বর