World Cancer Day:ক্যানসার রুখতে এসব নিয়ম মেনে চলুন !

Last Updated:

এই কারণেই, দেশ-বিদেশের সমস্ত চিকিৎসকরাই বেঁধে দিয়েছেন কী খাবেন, কী খাবেন না-র তালিকা ৷

#কলকাতা: দিন দিন বাড়ছে ক্যানসারের কোপ ৷ ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে ৷ শুধু তাই নয়, WHO-এর রিপোর্ট দেশি-বিদেশি ডাক্তাররা বলছেন, গোটা বিশ্বে ক্যানসারের বৃদ্ধির একটাই কারণ, লাইফস্টাইল এবং খাদ্যাভাস ৷ এই কারণেই, দেশ-বিদেশের সমস্ত চিকিৎসকরাই বেঁধে দিয়েছেন কী খাবেন, কী খাবেন না-র তালিকা ৷
কী কী করবেন --
১) প্রথমেই মাথায় রাখুন আপনার ওজন যেন দুমদাম বেড়ে না যায় ৷ নজরে রাখুন ওজনের দিকে ৷
২) ফাস্টফুড থেকে দূরে থাকুন ৷ অতিরিক্ত ভাজা-পোড়া খাবার খাবেন না ৷ বাসি খাবার কখনই খাবেন না ৷ পিৎজা, বার্গার, কিংবা প্রসেড চিকেন খাওয়া উচিত নয় ৷
advertisement
৩) ধূমপান যত দ্রুত সম্ভব ছেড়ে দিন ৷ অ্যালকোহল থেকে দূরে থাকুন ৷
advertisement
৪) শরীরের কোথাও ইনফেকশন হলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখান ৷
৫) চিনি খাওয়া কমিয়ে দিন ৷ দরকার পড়লে মিষ্টি থেকে একেবারেই দূর থাকুন ৷
৬) সুস্থ-সবল লাইফস্টাইলে নিজেকে অভ্যস্থ করে তুলুন ৷ সময় করে কিছুটা এক্সারসাইজও করে ফেলুন ৷
কী কী খাবেন--
১) খাদ্যতালিকায় রাখুন প্রচুর পরিমাণে সবজি, ফল ৷
২) সকালে খালি পেটে রোজ এক টুকরে হলুদ খান ৷
advertisement
৩) প্রচুর পরিমাণে জল খান ৷
৪) চিনি ছাড়া ব্ল্যাক টি বা গ্রিন টি খেতে পারেন ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Cancer Day:ক্যানসার রুখতে এসব নিয়ম মেনে চলুন !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement