Women's Day: স্বামীর ঋণ শোধ করতে হারিয়েছেন কিডনি, প্রতিকূলতাকে হারিয়ে জীবনযুদ্ধে বিজয়িনী জয়া

Last Updated:

Women's Day: বাস্তব যে কতটা কঠিন হতে পারে, হয়তো সেদিন বুঝেছিলেন এই মহিলা। তবে হাল ছাড়েননি তিনি। দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে

+
জয়া

জয়া পাল 

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান, কাটোয়া: মাথায় স্বামীর করা ঋণের বোঝা, সঙ্গে একরত্তি ছেলে। বাস্তব যে কতটা কঠিন হতে পারে, হয়তো সেদিন বুঝেছিলেন এই মহিলা। তবে হাল ছাড়েননি তিনি। দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলেন প্রতিকূল পরিস্থিতির সঙ্গে । তিনি যে থেমে যাওয়ার পাত্রী নন, সেটা বুঝিয়েছিলেন উল্টোদিকের মানুষকে। নারীশক্তির অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত পূর্ব বর্ধমানের জয়া পাল।
বর্তমানে তিনি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা। আজ থেকে বেশ কয়েক বছর আগে বিয়ে হয় তাঁর। এর পর জন্ম নেয় এক ফুটফুটে পুত্রসন্তান। তবে তারপরেই হয় ছন্দোপতন। আচমকাই প্রতিকূল হয়ে ওঠে তাঁর পরিস্থিতি।একদিন হঠাৎই তাঁকে ও তার ছোট্ট ছেলেটাকে রেখে চলে যান তাঁর স্বামী। রেখে যান পাহাড়প্রমাণ ঋণের বোঝা। সেই সময় কয়েক মুহূর্তের জন্য কী করবেন ভেবে উঠতে পারেন না জয়া। কিন্তু পরবর্তীতে ছেলের কথা ভেবে এবং আত্মসম্মান নিয়ে বাঁচার তাগিদে ঘুরে দাঁড়ান তিনি।
advertisement
জয়া পাল বলেন, ২০০৯ সালে তাঁর স্বামী অনেক টাকা ঋণ করে তাঁকে এবং তাঁর সন্তানকে ফেলে রেখে চলে যান । সেই সময় ভয়াবহ পরিস্থিতি নেমে এসেছিল তাঁর জীবনে । তবে তাঁর প্রথম থেকেই ইচ্ছা ছিল আত্মসম্মান নিয়ে বাঁচার । সেই সময় তিনি কী করবেন বুঝে উঠতে পারছিলেন না । তখন তিনি একদিন পেপারে দেখতে পান একজন ব্যক্তির তাঁর স্ত্রীর জন্য কিডনির প্রয়োজন । তখন তিনি তাঁর স্বামীর করা সমস্ত ঋণ পরিশোধ করার বিনিময়ে ওই ব্যক্তিকে তাঁর কিডনি দেওয়ার চুক্তি করেন । সেইমতো তিনি কিডনি দান করেন এবং শোধ হয় স্বামীর করা সব ঋণ।
advertisement
advertisement
আরও পড়ুন :  মুখে দুর্গন্ধ? ওজন কমছে না? সব সময় বদহজম? ভাতডালের পাতে রাখুন এই পাতা
পরবর্তীতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেন এবং তারও পড়ে যুক্ত হন বিমা সংস্থার সঙ্গে । এলআইসি করেই এখন ভাল অবস্থা তাঁর । যা হয়েছে সবটাই এলআইসি এর জন্যই । যে সময় জয়ার খারাপ পরিস্থিতি ছিল তখন তাঁকে বহু জনের কাছে বিভিন্ন কটূক্তি শুনতে হয়েছে। তবে আজ কাটোয়ার জয়া পাল খুবই পরিচিত একটা মুখ। নিজের অসময়ে জয়া কাউকে পাশে না পেলেও , আজ অন্যের কষ্টের কথা শুনলেই তিনি ছুটে যান ।
advertisement
প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে তিনি বহু মানুষকে সাহায্য করেন । অসহায় বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে , দুঃস্থ পরিবারের সংসার খরচ দেওয়ার মত অজস্র কাজ তিনি করেছেন এবং এখনও করেন । বর্তমানে বহু মানুষের অনুপ্রেরণা পূর্ব বর্ধমানের কাটোয়ার জয়া পাল । একজন মহিলা হয়েও জয়া থেমে থাকেননি। অদম্য জেদ, ইচ্ছাশক্তি, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জেদের কারণে আজ তিনি অনেকটা এগিয়ে গিয়েছেন । মহিলা হয়ে তিনি যা করে দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। সমাজের অন্যান্য মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন , ‘‘কষ্ট মহিলাদের জীবনের একটা অংশ । জীবনে প্রচুর সমস্যা এলেও মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে । পলায়নের পথ বেছে নিলে চলবে না । মাথা ঠান্ডা রেখে সৎ পথে এগোতে হবে । সৎ পথে থাকলে ঈশ্বর তাঁদের সঙ্গ দেবেন ।’’
advertisement
বর্তমানে জয়ার পরিস্থিতি আগের তুলনায় অনেক স্বচ্ছল। সম্পূর্ণ নিজের চেষ্টায় ঘুরে দাঁড়িয়েছেন তিনি । তবে জয়ার শরীরের অবস্থা এখন খুব একটা ভাল নেই। তবে জয়া জানিয়েছেন, তিনি যতদিন বাঁচবেন ততদিন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। একসময় যে অন্যের কাছে সাহায্য পাননি, এখন সেই মহিলা সাহায্য করেন বহু মানুষকে। নারীশক্তির এক অন্যতম উদাহরণ হলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার জয়া পাল ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Women's Day: স্বামীর ঋণ শোধ করতে হারিয়েছেন কিডনি, প্রতিকূলতাকে হারিয়ে জীবনযুদ্ধে বিজয়িনী জয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement