Homeopathy Treatment: অনিয়মিত পিরিয়ড? অসহনীয় ক্র্যাম্প? হোমিওপ্যাথিই হতে পারে মুশকিল আসান, পার্শ্ব প্রতিক্রিয়াও নেই

Last Updated:

অনেক মহিলাকেই অনিয়মিত পিরিয়ড এবং অসহনীয় ক্র্যাম্পের সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়। আবার কেউ কেউ ফার্টিলিটি সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে লড়াই চালিয়ে যান।

অসহনীয় ক্র্যাম্প? হোমিওপ্যাথিই হতে পারে মুশকিল আসান (AI Generated Image)
অসহনীয় ক্র্যাম্প? হোমিওপ্যাথিই হতে পারে মুশকিল আসান (AI Generated Image)
আজকাল বেশিরভাগ মহিলার ক্ষেত্রেই হরমোনজনিত স্বাস্থ্য বা হরমোনাল হেলথ বজায় রাখাটাই নীরবে যেন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অনেক মহিলাকেই অনিয়মিত পিরিয়ড এবং অসহনীয় ক্র্যাম্পের সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়। আবার কেউ কেউ ফার্টিলিটি সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে লড়াই চালিয়ে যান। এছাড়া এমন অনেকেই আছেন, যাঁরা হট ফ্ল্যাশেস অথবা মুড স্যুইংয়ের মতো সমস্যাকে বয়সবৃদ্ধির অঙ্গ হিসেবে স্বাভাবিক বলে মনে করেন। তবে যেটা নিয়ে একেবারেই আলোচনা হয় না, সেটা হল – এই সমস্ত সমস্যার নিত্যপ্রভাব গিয়ে পড়ে তাঁর এনার্জি, আত্মবিশ্বাস এবং জীবনের গুণগত মানের উপর। এই প্রসঙ্গেই আলোচনা করছেন এসবিএল গ্লোবালের সিনিয়র হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার ডা. মঞ্জু সিং
যদিও আধুনিক চিকিৎসায় পিল এবং কিছু পদ্ধতি বেশি ব্যবহার করা হয়। আজকাল বহু সংখ্যক নারী এই প্রশ্ন করে থাকেন যে, কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুস্থ থাকার জন্য কি আরও মৃদু এবং প্রাকৃতিক উপায় রয়েছে?
আর বেশিরভাগ মহিলার এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে রয়েছে হোমিওপ্যাথিতেই। প্রাচীন কালের এই চিকিৎসা ব্যবস্থা শুধুমাত্র উপসর্গকেই খর্ব করে না, বরং সেই সঙ্গে উপসর্গটা ভাল ভাবে বুঝতেও সক্ষম। এটা দেহের সিগন্যালকে বোঝে। এরপর ব্যালেন্স রেস্টোর করার জন্য ভিতর থেকে কাজ করে। বেশিরভাগ কমবয়সী মহিলা অনিয়নিত পিরিয়ডস, অতিরিক্ত ব্লিডিং, মুড স্যুইং অথবা বেদনাদায়ক ক্র্যাম্পের সমস্যার সম্মুখীন হন। কারও কারও আবার এই সময় প্রচণ্ড মাথা ব্যথা, পিঠে ব্যথা হয়, এমনকী তাঁরা মানসিক ভাবেও স্তিমিত থাকেন। এই পরিস্থিতিতে সকল প্রকার উপসর্গের জন্য একই ওষুধ প্রেসক্রাইব করে না হোমিওপ্যাথি। প্রত্যেক মহিলার উপসর্গ পর্যালোচনা করে তার ওষুধ দেওয়া হয়। আরও একটি সাধারণ সমস্যা হল পিসিওএস। এক্ষেত্রেও সহায়ক হতে পারে হোমিওপ্যাথি। কারণ এই পদ্ধতির ওষুধের মাধ্যমে প্রাকৃতিক ভাবে হরমোনকে ব্যালেন্স করা হয়। অনিয়মিত পিরিয়ডসের সমস্যা স্বাভাবিক ছন্দে ফেরে। এর জন্য কিন্তু শক্তিশালী হরমোন পিল ব্যবহার করার প্রয়োজন হয় না।
advertisement
advertisement
ফার্টিলিটির সমস্যাতেও সহায়ক:
যাঁরা সন্তানধারণের চেষ্টা করেও পারছেন না, তাঁদের জন্য বিষয়টা খুবই বেদনাদায়ক। বেশিরভাগ মহিলাই এই সমস্যার মধ্যে দিয়ে যান। হোমিওপ্যাথি এক এক জনের সমস্যা অনুযায়ী চিকিৎসা করে। শারীরিক এবং মানসিক উপসর্গের উপর ভিত্তি করে ওষুধ দেওয়া হয়। আর হোমিওপ্যাথি চিকিৎসা করানোর পর মহিলাদের উপসর্গগুলি অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। এমনকী যাঁরা আইইউআই অথবা আইভিএফ করাচ্ছেন, তাঁদের জন্য হোমিওপ্যাথি সহায়ক হতে পারে। কারণ মানসিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে এবং ফার্টিলিটির শক্তিশালী ওষুধের প্রভাব কমাতেও তা সহায়ক।
advertisement
যে বিষয়টা মাথায় রাখা উচিত:
একজন কোয়ালিফায়েড এবং অভিজ্ঞতাসম্পন্ন হোমিউপ্যাথিক চিকিৎসকের পরামর্শেই হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করতে হবে। নিজে নিজে ওষুধ খেলে বা চিকিৎসা করলে হিতে বিপরীত হতে পারে। কারণ এই চিকিৎসা পদ্ধতি যে কোনও সমস্যা সমূলে উৎপাটন করে। তাই ধৈর্য, সময় এবং ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Homeopathy Treatment: অনিয়মিত পিরিয়ড? অসহনীয় ক্র্যাম্প? হোমিওপ্যাথিই হতে পারে মুশকিল আসান, পার্শ্ব প্রতিক্রিয়াও নেই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement