Menstruation: ঋতুস্রাবের সময় কতটা রক্তক্ষরণ স্বাভাবিক? এর চেয়ে বেশি হলেই বিপদ! জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
পুরো মাসিক চক্রে ঠিক কতটা রক্ত বেরিয়ে যায় শরীর থেকে? জানালেন ওবেস্টেরিয়ান গাইনোকোলজিস্ট ড: মিতালি৷
সাধারণত পাঁচ থেকে ছয় দিন ধরে রক্তক্ষরণ হয় ঋতুস্রাবের ক্ষেত্রে৷ কিন্তু ঠিক কতটা রক্তক্ষরণ স্বাভাবিক? ঋতুস্রাব নিয়ে অনেক অজানা প্রশ্নের মতোই এই প্রশ্নটিও বেশিরভাগ নারীদের মনে আসে৷ পুরো মাসিক চক্রে ঠিক কতটা রক্ত বেরিয়ে যায় শরীর থেকে? জানালেন ওবেস্টেরিয়ান গাইনোকোলজিস্ট ড: মিতালি৷
ড: মিতালি তাঁর ইনস্টাগ্রামের পাতায় জানিয়েছেন ঠিক কতটা রক্তক্ষরণ হয় ঋতুস্রাবের সময়৷ মহিলাদের এইসময় প্রায় ৩০-৬০ মিলি রক্ত ক্ষরিত হয়৷ অর্থাৎ ৪ টেবিল চামচ পরিমাণ রক্ত দেহ থেকে নির্গত হয়৷ অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি৷
advertisement
ঋতুচক্রের মাঝে ঠিক কতটা রক্তক্ষরণ স্বাভাবিক?
উজালা সিগনাস গ্রুপ অফ হসপিটালস-এর কনসালট্যান্ট গাইনোকলজিস্ট ড: লুবান খানের মতে, এই রক্তের গড় পরিমাণ ৩০ মিলি থেকে যেতে বেড়ে কিছুজনের ক্ষেত্র ৮০ মিলি পর্যন্ত পৌঁছাতে পারে৷ একাধিক কারণে বাড়তে বা কমতে পারে রক্তের পরিমাণ৷ হরমোনের ওঠানামা, জরায়ুর আস্তরণের পুরুত্ব, কিছু চিকিৎসা অবস্থার উপস্থিতি এবং হরমোনজনিত গর্ভনিরোধক বা অন্তঃসত্ত্বা ডিভাইসের ব্যবহার-সহ বিভিন্ন কারণ থাকতে পারে, এমনটাই জানালেন ড: খান৷
advertisement
কখনও স্বাভাবিকের চেয়ে বেশি রক্ত ক্ষরিত হলেও সব ক্ষেত্র ভয় পাবার দরকার নেই৷ বেঙ্গালুরুর জয়নগরের অ্যাপোলো ক্র্যাডল অ্যান্ড চিলড্রেনস হসপিটালের প্রসূতি বিশেষজ্ঞ এবং গাইনোকোলজিস্ট ডাঃ ফণী মাধুরীর জানালেন বেশি রক্তক্ষরণের বিভিন্ন কারণের কথা৷ পলিপ, এন্ডোমেট্রিয়াম ওভারি এবং হাইপারথাইরয়েডিজম, প্রভৃতি সমস্যার ক্ষেত্রে বেশি হতে পারে রক্তক্ষরণ৷
যাদের পিরিয়ড সদ্য শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় গাইনোকোলজিস্ট রক্তের ক্ষয় অনুমান করার জন্য পিরিয়ডের আগে এবং পরে হেমাটোক্রিট বা হিমোগ্লোবিন পরিমাপের মতো পরীক্ষা করতে পারেন।
advertisement
প্রারম্ভিকদের জন্য, প্রযুক্তিগত সহায়তায়, আপনার গাইনোকোলজিস্ট রক্তের ক্ষয় অনুমান করার জন্য পিরিয়ডের আগে এবং পরে হেমাটোক্রিট বা হিমোগ্লোবিন পরিমাপের মতো পরীক্ষা করতে পারেন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 7:27 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Menstruation: ঋতুস্রাবের সময় কতটা রক্তক্ষরণ স্বাভাবিক? এর চেয়ে বেশি হলেই বিপদ! জানুন বিশেষজ্ঞের মত