Winter Travel: গরম জলের ঘাটে স্নান করলে ঘটে রোগ মুক্তি! শীতে বেড়াতে যান এই জায়গায়

Last Updated:

Winter Travel: শীতের ছুটিতে হাতে একদিনের সময় নিয়ে ঘুরে আসুন এই জায়গা! মন তো ভরবেই শরীরও সুস্থ হবে!

+
বীরভূমের

বীরভূমের উষ্ণপ্রস্রবণ

বীরভূম: সামনেই শীতের লম্বা ছুটি আর এই শীতের মৌসুমে বীরভূম ভ্রমণে আসবেন। কারণ ভ্রমণপিপাসু বাঙালি এক দুই দিনের ছুটি পেলেই চলে যায় পুরী,দিঘা, মন্দারমনি।আর এই সব নিয়ে মন ভরে গেলে ছুটে আসেন বীরভূম ভ্রমণের জন্য।বিশেষ করে বক্রেশ্বর উষ্ণপ্রস্রবণ এবং বোলপুর সোনাঝুরির হাট ও তারাপীঠ তীর্থপীঠ ভ্রমণের জন্য পর্যটকরা বেশি ভিড় জমান।
নভেম্বর পড়তেই শীতের ছোঁয়া মিলেছে বঙ্গে।আর সেই সঙ্গে মানুষের ঘুরতে যাওয়ার প্রবণতাও বাড়ছে পাল্লা দিয়ে । আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের একসঙ্গে মেলবন্ধনে তৈরি বক্রেশ্বর। বীরভূমের অন্যতম ঘোরার জায়গা। বলা যায় সারা বছরই তীর্থযাত্রী ও পর্যটকদের খাতায় ভ্রমনের ঠিকানা হিসেবে উপরের দিকে থাকে এর স্থান ।
advertisement
advertisement
তবে শীত পড়লেই উষ্ণপ্রস্রবনের কারণে এখানে পর্যটকদের ভিড় হয় চোখে পড়ার মত। দুর্গাপুজো থেকে শুরু করে কালীপুজো পুজো। একের পর এক পুজো শেষ হলেও এখনও উৎসবের মেজাজ কাটেনি বঙ্গবাসীর। হালকা শীত, আরামদায়ক আবহাওয়ায় অবসরের সুযোগ মিললেই ঘর থেকে দু পা ফেলে এক দিন বা দুদিনের ট্রিপে ইতিউতি ভিড় জমাচ্ছেন রাজ্যবাসী।
advertisement
বীরভূমে শান্তিনিকতন, তারাপীঠের পাশাপাশি বক্রেশ্বরও দর্শনীয় স্থান। এটি সতীপীঠ ও একই সঙ্গে শৈবপীঠও।  টুরিস্ট গাড়ি গুলি ভরতি করে লোক আসছেন মন্দির দর্শন করার জন্য। এখানকার উষ্ণ প্রস্রবণ মূল আকর্ষণ। এখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে । এই কারণেই এখানে এসে স্নান সেরে পুজো দিতে কারও কোনও অসুবিধা হয় না।
advertisement
সেখানে পুণ্যস্নান সেরে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন সকলেই । বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপীঠে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বহু পর্যটক ছুটে আছেন কারণ এখানকার যে গরম জল সেই গরম জলে নানান রোগের সমাধান মিলে এমনটাই অন্তত মনে করেন পর্যটকেরা।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Travel: গরম জলের ঘাটে স্নান করলে ঘটে রোগ মুক্তি! শীতে বেড়াতে যান এই জায়গায়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement