Winter Snack Recipe: জমজমাটি শীতে বাড়িতেই বানান 'এগ চিকেন ডেভিল'! রইল সহজ-নির্ঝঞ্ঝাট ৫ মিনিটের রেসিপি

Last Updated:

Winter Snack Recipe: শীতের ছুটিতে গরম চায়ের আড্ডায় বাড়িতেই বানান এগ চিকেনের ডেভিল! যেমন কুড়মুড়ে তেমন রসালো এক কামড়েই স্বাদে ভরে উঠবে মুখ, জিভে জল আসবে সকলের!

+
এগ

এগ চিকেন ডেভিল

দার্জিলিং: উত্তরবঙ্গ মানে যেমন ঘোরার নতুন নতুন ঠিকানা তেমনি উত্তরবঙ্গে রয়েছে রকমারি খাবারের সম্ভার। বাজার জুড়ে চাইনিজ খাওয়ার নেপালি খাওয়ার থেকে শুরু করে বাঙালিয়ানা সব খাবার মিলেমিশে একাকার। প্রত্যেকেই প্রতিনিয়ত নতুন কোন খাবারের সন্ধান করে। বাঙালি মানেই ভোজন রসিক। সেই অর্থে ঘোরার কথা আসলে খাওয়া-দাওয়া হবে না তা আবার হয় নাকি। শীত আসলেই চায়ের সাথে একটু পকোড়া বা গরম গরম চপ হলে আড্ডাটা যেন জমে যায়।
শীত আসলে বাজার জুড়ে চাহিদা বাড়ে গরম গরম পকোড়া এবং চপের। আলুর চপ, চিকেন চপ এবং ভেজ চপ তো অনেক হলো বর্তমানে নতুন করে বাজার কাপাচ্ছে এগ চিকেন ডেভিল। এবার বাজারে এই নতুন আইটেম সকলের জিভে জল এনে দিয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আরও বেশি সুন্দর। একবার কামড় দিতেই কুড়মুড়ে আওয়াজের সঙ্গে চিকেনের স্বাদ তারপরেই ভেতর থেকে বেরিয়ে আসবে রসে ভরা ডিম।
advertisement
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার ঝাপট…! ব্যাক টু ব্যাক ‘ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স’! শীতের মুডে মেগা রদবদল বঙ্গে! মাটি হবে বড়দিন? জানিয়ে দিল আলিপুর!
বর্তমানে এই নতুন আইটেম এগ চিকেন ডেভিল বানিয়ে বাজার কাপাচ্ছে দার্জিলিং জেলার শিবমন্দিরের কম্বো কর্নার। এই প্রসঙ্গে দোকানের শেফ শঙ্কর সরকার বলেন বর্তমানে বাজারে একদম নতুন আইটেমএই অ্যাটম বম্ব অর্থাৎ এগ চিকেন ডেভিল।
advertisement
advertisement
আপনি চাইলে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না প্রথমে আলু সেদ্ধ করে এবং চিকেনগুলিকে কিমা করে ভালোভাবে মিক্স করতে হবে, এরপর আপনার পছন্দমত মসলা দিয়ে সেটিকে ভালোমতো মেরিনেশন করে একটি হাফ বয়েল ডিম নিয়ে তার ওপরে এই আলু এবং চিকেন দিয়ে তৈরি করা মেরিনেশনটি ভাল মতো মুড়তে হবে এরপর কর্নফ্লাওয়ার ব্রেডক্রাম্পস দিয়ে ভাল মতো কোটিং করে কিছুক্ষণ রেখেএকবার ডিপ ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে আপনার সুস্বাদু এগ চিকেন ডেভিল।
advertisement
তাহলে আর দেরি কিসের? ছুটির দিনে বা অবসর সময়ে নিজের পরিবারের সকলের জন্য বানিয়ে ফেলুন এই সুস্বাদু এগ চিকেনের ডেভিল, শীতের ঠান্ডায় গরম চায়ে জমজমাটি আড্ডা। একবার খেলেই জিভে জল আসবে সকলের। এর বাইরেটা যতটাই কুড়মুড়ে ভেতরটা ততটাই রসালো সবমিলিয়ে এক কামড়েই স্বাদে ভরে উঠবে মুখ।
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Snack Recipe: জমজমাটি শীতে বাড়িতেই বানান 'এগ চিকেন ডেভিল'! রইল সহজ-নির্ঝঞ্ঝাট ৫ মিনিটের রেসিপি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement