শীতকালে শিশুর যত্ন নিয়ে চিন্তায় আছেন? এই ৫টি অত্যাবশ্যক জিনিস জেনে রাখুন
- Published by:Brototi Nandy
Last Updated:
শীতের মরসুমে আপনার শিশুর অনেক বাড়তি যত্নের প্রয়োজন যাতে বাইরের ঠান্ডা বাতাস, কনকনে শীত এবং শুষ্ক আবহওয়ার প্রকোপ থেকে তাদের সুরক্ষিত রাখা যেতে পারে। 5 winter essentials for babies
শীত এখন চরমে। বেশিরভাগ গ্রাম ,শহর এখন পুরোপুরিভাবে শীতের কব্জায়। কনকনে ঠান্ডা বাতাসের প্রকোপে সব বয়সের মানুষেরাই কাবু। তাই ছোট্ট শিশুর বাবা মায়েদের চিন্তা হওয়াটা আশ্চর্য্যের ব্যাপার না। এটা খুবই স্বাভাবিক।
বাবা মা হিসাবে আমরা বাচ্চাদের যতই সাবধানে রাখি না কেন এই শীতের মরসুমে আপনার শিশুর অনেক বাড়তি যত্নের প্রয়োজন যাতে বাইরের ঠান্ডা বাতাস, কনকনে শীত এবং শুষ্ক আবহওয়ার প্রকোপ থেকে তাদের সুরক্ষিত রাখা যেতে পারে। কিছু অত্যাবশ্যক জিনিস সবসময় সঙ্গে রাখা উচিত যাতে শীত শিশুদের কাবু করতে না পারে।
সুপারবটমসের প্রতিষ্ঠাতা এবং CEO পল্লবী উটাগি শীতের মরসুমে শিশুকে সুস্থ রাখতে ৫টি বিশেষ প্রয়োজনীয় জিনিষের তালিকা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আসুন সেগুলো যেন নেওয়া যাক -
advertisement
advertisement
ওয়ান পিস বডিস্যুট :
ওপর থেকে নিচে অবধি ঢাকা ওয়ান পিস বডিস্যুট সাধারণত ওয়ানসিস নাম পরিচিত। শিশুকে ওয়ানসিস পড়ালে বাকি গরম জামাকাপড় ভিতরে না পড়িয়ে উপরে পড়াতে চেষ্টা করুন কারণ ওয়ানসির নীচে টু-পিস থার্মাল পড়ালে ন্যাপি চেঞ্জ করা মুশকিল হয়ে যায়। ওয়ানসিস গরম জামাকাপড়ের ভিতরে পড়লে তা শিশুকে ঠান্ডা থেকে সুরক্ষিত রাখে।
advertisement
নো লিক কমফি ডায়াপার প্যান্টস :
শীতের সময় শিশুর ত্বককে শুষ্ক রাখা খুবই প্রয়োজন কারণ এই সময় ডায়াপার ভিজে গেলে তাতে ঠান্ডা লাগার এবং অসুস্থ হওয়ার সম্ভবনা বেশি থাকে। তাই সাইট শিশুকে আরাম দিতে প্যাডেড অন্তর্বাসযুক্ত সুতির পায়জামা ব্যবহার করুন। এই প্যাডেড অন্তর্বাসগুলো সুন্দরভাবে বাচ্চাদের পায়জামার সঙ্গে সেলাই করা থাকে। এতে লিক হওয়ার এবং জামা কাপড় ও বিছানা ভিজে যাওয়ার প্রবণতা কম থাকে। ওয়ানসিস আপনার শিশুকে শীতের সময় সম্পূর্ণ আরাম এবং সুরক্ষা প্রদান করে।
advertisement
র্যাপারোউন্ড ব্লাঙ্কেটস :
এগুলো একপ্রকারের মোড়ানো কম্বল যা শিশুকে চারিদিক দিয়ে কভার করে রাখে। বাজার থেকে এই ধরণের কম্বল কেনার সময় অবশ্যই ফ্যাব্রিক দেখে কিনবেন কারণ শিশুর ত্বক খুবই মুলায়ম হয় তাই ফ্যাব্রিকও খুব নরম এনং আরামদায়ক হওয়া উচিত। স্লিপিং ব্যাগে দু-চারটে হালকা কম্বল বা ব্ল্যাঙ্কেট অবশ্যই রাখবেন। শিশুর মাথা এবং দুটি হাত বাইরে রেখে শরীরের বাকি অংশ এই মোড়ানো কম্বলে ঢেকে রাখুন এবং এর তিনদিকে ছোট ছোট হালকা কম্বল দিয়ে ঘিরে দিন যাতে শিশু কভারের নিচে না পড়ে যায়। এছাড়াও র্যাপারোউন্ড ব্লাঙ্কেটস আরো দু- একটা কিনে রাখবেন কারণ কখনও তাতে খাবার পড়লে বা ডায়াপার লিক হলে আপনি সহজেই যেন তা পাল্টাতে পারেন।
advertisement
হিউমিডিফায়ার ব্যবহার করুন :
এটা ঠিক যে শিশুরা হিউমিডিফায়ার ব্যবহার না করেও শীতে নিজেকে সুস্থ রাখতে পারে। শীতকাল আদ্রতা শুষে নেই তাই এতে শিশুর কোমল ত্বক শুস্ক হয়ে যেতে পারে। হিউমিডিফায়ার ঠাণ্ডাজনিত সমস্যা এবং ফ্লু এর আক্রমণ থেকে শিশুদের দূরে রাখতে সাহায্য করবে।
উলের বুটি, মিটেন এবং মোজা :
শীতের সময় বাচ্চাদের একটু বাড়তি যত্নের প্রয়োজন , তাই শীতের ঠান্ডা বাতাস থেকে আপনার ছোট্ট সোনাকে সুরক্ষিত রাখতে উলের মোজা , মিটেন এবং বুটি ব্যবহার করুন। এই সময় শিশুদের হাত এবং পা বেশ ঠান্ডা থাকে। সেজন্য তাদের গরম রাখতে উলের জিনিস খুবই ভালো। উল বা তুলোর টুপি কনকনে ঠান্ডা থেকে শিশুদের সংবেদনশীল ত্বককে রক্ষা করে এবং তাদের আরামদায়ক অনুভূতি দেয়।
advertisement
শীতের মরসুমকে আপনার শিশুর জন্য আরামদায়ক এবং আনন্দদায়ক বানাতে এগুলি খুবই প্রয়োজনীয়।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2023 7:16 PM IST