সোমবার নয়, সপ্তাহের সবচেয়ে বিরক্তিকর দিন বুধবার

Last Updated:

শুক্রবার বিশ্বের অধিকাংশ অফিসেই ক্যাজুয়াল ডে । সঙ্গে রয়েছে সপ্তাহান্তের হাতছানি । তাই মেজাজ তো ফুরফুরে থাকবেই ।

#কলকাতা: সোমবার মানেই কি মানডে ব্লুজ? এক কথায় হ্যাঁ মনে হলেও গবেষকরা কিন্তু বলছেন এমনটা ভাবার কোনও কারণ নেই । উইকএন্ডের বিশ্রাম, আরাম, হুল্লোড়ের আমেজ থেকে বেরিয়ে সোমবার অফিস যাওয়ার কথা যতই মন খারাপ হোক সমীক্ষা কিন্তু বলছে সোমবারকে যতটা ভিলেন ভাবা হোক না কেন, আদপে তা একেবারেই নয় । বরং অফিস কর্মীদের কাছে সবচেয়ে বড় ভিলেন বুধবার ।
এই বিষয়ে ভারমাউন্ট ইউনিভার্সিটি ও সিডনি ইউনিভার্সিটির গবেষকরা । তাঁরা জানাচ্ছেন, সমীক্ষায় অংশগ্রহণকারীদের যখন প্রশ্ন করা হয়েছিল, সপ্তাহের দিনগুলো 'হ্যাপিয়েস্ট ডে' থেকে 'মোস্ট ডিপ্রেসিং ডে'-এই পর্যায়ে সাজাতে, তখন অপ্রত্যাশিত ভাবে শনিবার, রবিবার, শুক্রবারের পরেই হ্যাপিয়েস্ট ডে হিসেবে উঠে এসেছে সোমবার । তলানিতে পড়ে থেকে বুধবার ।
সমীক্ষার সঙ্গে এই বিষয়ে প্রায় ২৪ লক্ষ ইন্টারনেট ব্লগের রেফারেন্স মিলিয়ে ভারামাউন্ট ইউনিভার্সিটির গবেষক ক্রিস্টোফার ড্যানফোর্থ জানান, সপ্তাহান্তের বিশ্রাম, হুল্লোড়ের রেশ থেকে যায় সোমবারও । তার ওপর সপ্তাহের প্রথম দিন হওয়ায় স্বাভাবিক ভাবেই আমরা ইতিবাচক মনোভাব নিয়েই অফিস যাই । মঙ্গলবার খুশির রেশ কেটে কাজের আবর্তে ঢোকা শুরু হয় ।
advertisement
advertisement
তবে বুধবার আসতে আসতে শুরু হয়ে যায় একঘেয়ে লাগা । একদিকে দু'দিন কাজের একঘেয়েমি, অন্যদিকে উইকএন্ড আসতেও বেশ দেরি । তাই বুধবার ঘিরে ধরতে থাকে অবসাদ, বিরক্তি । মনে হয় দিনটা যেন শেষ হচ্ছে না । বৃহষ্পতিবার থেকে যা আবার কাটতে শুরু করে ধীরে ধীরে । আগামিকাল শুক্রবার, পার্টি প্ল্যানিং সব মিলিয়েই মোটামুটি বৃহষ্পতিবার দ্বিতীয়ার্ধ থেকেই চাপমুক্ত অনুভব করেন বেশিরভাগ মানুষই । যদিও সমীক্ষায় ডিপ্রেসিং ডে তালিকায় বুধবারের পরেই রয়েছে বৃহষ্পতিবার ।
advertisement
শুক্রবার বিশ্বের অধিকাংশ অফিসেই ক্যাজুয়াল ডে । সঙ্গে রয়েছে সপ্তাহান্তের হাতছানি । তাই মেজাজ তো ফুরফুরে থাকবেই ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সোমবার নয়, সপ্তাহের সবচেয়ে বিরক্তিকর দিন বুধবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement