রাতে ঘুমানোর সময় গলা শুকিয়ে যাওয়া কীসের ইঙ্গিত! ভয়ঙ্কর কোনও রোগ বাসা বাঁধছে না তো শরীরে?

Last Updated:

Why Throat Becomes Dry While Sleeping At Night: ঘুমের মধ্যে গলা শুকিয়ে কাঠ যায়, শুকিয়ে যায় জিভ। যার কারণে শান্তিতে ঘুমোতে পারেন না। বার বার উঠে জল খেতে হয়। প্রতিদিন যদি আপনি এমন সমস্যার সম্মুখীন তাহলে অজান্তেই আপনার শরীরে বাসা বাধতে পারে মারাত্মক রোগ।

News18
News18
ঘুমের মধ্যে গলা শুকিয়ে কাঠ যায়, শুকিয়ে যায় জিভ। যার কারণে শান্তিতে ঘুমোতে পারেন না। বার বার উঠে জল খেতে হয়। প্রতিদিন যদি আপনি এমন সমস্যার সম্মুখীন তাহলে অজান্তেই আপনার শরীরে বাসা বাধতে পারে মারাত্মক রোগ।
ডায়াবেটিস- এই রোগের একটি অন্যতম উপসর্গ হল গলা শুকিয়ে যাওয়া এবং জল তেষ্টা পাওয়া। অতিরিক্ত পরিমাণে মূত্রের জেরে শরীরে জলের পরিমাণ কমতে থাকে তাই জল তেষ্টা পায়। তাই এই উপসর্গ দেখা গেলে সুগার লেভেল পরীক্ষা করান।
ডিহাইড্রেশন- শরীর ডিহাইড্রেটেড থাকলে এমন হয়। শরীরে যখন জলের মাত্রা কমে যায় তখনই গলা শুকোতে থাকে। শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। বেশি ঘাম হওয়া, পেট খারাপ ইত্যাদির জেরে ডিহাইড্রেশন হতে পারে। নিয়মিত তাই রাতে জল তেষ্টা পেলে সাবধান হোন।
advertisement
advertisement
অবসাদ- বার বার গলা শুকিয়ে যাওয়া অ্যাংজাইটি, অবসাদেরও কারণ হতে পারে। সাধারণত এই বিষয়গুলি মানুষের এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু প্রাথমিক পর্যায়েই এগুলির চিকিৎসা দরকার।
সেপসিস- এর মতো ভয়ানক রোগেরও উপসর্গ রাতে গলা শুকনো। বিভিন্ন ধরনের জীবাণু থেকে শরীরে ইনফেকশনের ফলে এমন প্রভাব পড়ে। এবং গলা প্রায়ই শুকিয়ে যায়।
উচ্চ রক্তচাপ- প্রেশার যাদের হাই তাদের অতিরিক্ত ঘাম হওয়ায় শরীরে জলের মাত্রা ঠিক থাকে না। ফলে গলা শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে।
advertisement
হার্ট, কিডনি অথবা লিভার ফেল করলেও এই সমস্যাগুলি হতে পারে। তাই গলা শুকিয়ে যাওয়ার মতো উপসর্গ এড়িয়ে না যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা । স্ট্রোকের পরেও গলা শুকিয়ে আসে। এছাড়া অতিরিক্ত মদ্যপান, ধূমপান করলেও গলা শুকিয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রাতে ঘুমানোর সময় গলা শুকিয়ে যাওয়া কীসের ইঙ্গিত! ভয়ঙ্কর কোনও রোগ বাসা বাঁধছে না তো শরীরে?
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement