কাঁচা-পাকা দাড়িতেই যায় চোখ! বয়স্ক পুরুষদের কেন পছন্দ করেন মহিলারা?
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle : এই কারণ গুলির জন্য মহিলারা বয়স্ক পুরুষদের প্রতি আকৃষ্ট হন
মহিলারা বয়স্ক পুরুষদের প্রতি আকৃষ্ট হন। এটা কোনও আশ্চর্যের বিষয় নয়। বয়স্ক পুরুষদের একটি অদ্ভুত পৌরুষত্ব আছে যা মহিলারা ভীষণ পছন্দ করেন। তাঁরা পরিপক্ক, বিচক্ষণ এবং তাঁদের ব্যক্তিত্বকে উপেক্ষা করা কঠিন। যে মহিলারা সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে চান তাঁরা এমন পুরুষদের জন্য প্রেমে পড়েন যাঁরা জীবনে তাঁদের লক্ষ্য অর্জন করেছেন। এখানে কিছু সাধারণ কারণ রয়েছে যার জন্য মহিলারা বয়স্ক পুরুষদের প্রতি আকৃষ্ট হন।
১) তাঁরা মন নিয়ে খেলা করে না
বয়স্ক পুরুষরা মাইন্ড গেম খেলে না। তাঁরা যা চায় তা পেতে নারীদের সঙ্গে কারসাজি করেন না। তাঁরা জানেন যে তাঁদের ব্যক্তিত্ব মহিলাদেরকে অনায়াসে আকৃষ্ট করতে পারে, তাই তাঁরা মন নিয়ে খেলা করেন না।
advertisement
advertisement
২) বয়স বাড়লে পুরুষ ছেলেমানুষ হয়ে যান
তাঁরা সবার সামনে আপনাকে চুমু খাবেন না কখনই। তবে সবার সামনে আপনার পরিচয় দিতে কখনই পিছপা হবেন না। তাঁদের প্রেম একটু পুরনোপন্থী ভাবধারার। ফলে আপনাকে নিয়ে চিন্তাশীল হতে বাধ্য তিনি।
৩) তিনি পরিণত এবং অভিজ্ঞ
মহিলারা এমন অংশীদারদের সঙ্গে থাকতে চান না যার জন্য তাঁদের মা হতে হবে। তাঁরা এমন পুরুষ চায় যাঁরা তাঁদের পাশে দাঁড়াতে পারে। মহিলার উচ্চাকাঙ্ক্ষা ও লক্ষ্যকে সমর্থন করতে পারে।
advertisement
৪) তিনি বিছানায় সুখী করার সব কৌশল জানেন
বিছানায় ভীষণ ভাল হন বয়স্ক পুরুষ। কীভাবে একজন মহিলাকে সন্তুষ্ট করা যায়, তা সবচেয়ে ভাল বুঝতে পারেন একজন অভিজ্ঞ পুরুষই। বিছানায় তাঁদের ইগো কখনই আঘাত পায় না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 4:38 PM IST