Weight Reduce Tips: সাদা না বাদামি-কোন খাবার খেলে ওজন কমিয়ে চটজলদি রোগা হবেন? জানুন

Last Updated:

Weight Reduce Tips:বছরের পর বছর ধরে চলে আসা বিতর্কের উত্তরও মেলেনি৷ সেরকমই এক বিতর্ক হল সাদা খাবার বনাম বাদামি খাবার৷

সুস্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের খাদ্যাভ্যাস
সুস্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের খাদ্যাভ্যাস
সুস্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের খাদ্যাভ্যাস৷ খাবারের সঙ্গে উঠে আসে বিতর্কও৷ বছরের পর বছর ধরে চলে আসা বিতর্কের উত্তরও মেলেনি৷ সেরকমই এক বিতর্ক হল সাদা খাবার বনাম বাদামি খাবার৷ কোন খাবার খাওয়া স্বাস্থ্যসম্মত, সে প্রশ্নের উত্তর এখনও অধরা৷ বিতর্কের নিরসন না হলেও জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য৷ জানাচ্ছেন পুষ্টিবিদ গরিমা গোয়েল৷
হোয়াইট রাইস বনাম ব্রাউন রাইস
ব্রাউন ফুড যেমন ব্রাউন রাইস এখন খুব জনপ্রিয়৷ প্রক্রিয়াকরণ পদ্ধতির সময়েও এই খাবারে ধরা থাকে পুষ্টিগুণ৷ গবেষণা মতে, ব্রাউন রাইস বা বাদামি চাল অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি কোলেস্টেরল, অ্যান্টি অক্সিড্যান্ট এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে এমন উপাদান রয়েছে ব্রাউন রাইসে৷ অন্যদিকে, সাদা ভাতের কার্বোহাইড্রেটের দৌলতে চটজলদি কর্মশক্তি পাওয়া যায়৷ সাদা ভাত বা হোয়াইট রাইস বেশি খেলে বাড়তে পারে ওজন৷
advertisement
advertisement
হোয়াইট সুগার বনাম ব্রাউন সুগার
প্রক্রিয়াজাত বলে সাদা চিনিতে পুষ্টিগুণ কম৷ গুড়ে ও বাদামি চিনিতে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম অনেক কম সাদা চিনির তুলনায়৷
হোয়াইট ব্রেড বনাম ব্রাউন ব্রেড
বাদামি পাউরুটিতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ভিটামিনের মতো খনিজ অনেক বেশি৷ অন্যদিকে সাদা পাউরুটি তৈরি করা হয় উচ্চমানের প্রক্রিয়াজাত ময়দা থেকে৷ এতে ফাইবার অনেক কম৷
advertisement
হোয়াইট এগ বনাম ব্রাউন এগ
গবেষণায় দাবি, ব্রাউন ও হোয়াইট এগ পু্ষ্টিমূল্যে একই৷ মুরগির প্রজাতির উপর নির্ভর করে ডিমের খোলসের রং৷ সাদা বা বাদামি যা-ই হোক না কেন, গুণমানে একই৷
সাদা না বাদামি খাবার-কোনটা ভাল
ফাইবার
ব্রাউন রাইসে ফাইবার অনেক বেশি৷ তবে এর ফাইটিক অ্যাসিড বদহজমের কারণ হতে পারে৷
advertisement
ব্রাউন রাইসে গোটা দানাশস্য থাকে৷ ফলে পেটে দীর্ঘ ক্ষণ থাকে৷ তাই ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ ওজন বৃদ্ধির প্রবণতা আটকানো যায়৷
পরিপাক
ব্রাউন রাইসের অতিরিক্ত ফাইবার সকলের জন্য সহজপাচ্য নাও হতে পারে৷
advertisement
সাদা চিনি বা গুড়
সাদা বা বাদামি চিনির মধ্যে পুষ্টির পার্থক্য নগণ্য৷ এই দুই উপাদানের তুলনায় গুড় বেশি স্বাস্থ্যসম্মত৷
ফাইবার, স্বাস্থ্যগুণে ব্রাউন রাইস এগিয়ে থাকলেও এই খাবার অনেক সময়েই বদহজমের কারণ হতে পারে৷ তাই নির্দিষ্ট ব্যক্তির স্বাস্থ্যধারার উপর নির্ভর করেই ডায়েট চার্ট তৈরি করা উচিত৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Reduce Tips: সাদা না বাদামি-কোন খাবার খেলে ওজন কমিয়ে চটজলদি রোগা হবেন? জানুন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement