Queen of Sarees: শাড়ি তো পরেন! বলুন তো,'শাড়ির রানি' কাকে বলা হয়? রাজপরিবারেও ছিল বিরাট কদর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

Last Updated:

Queen of Sarees: বুনন, অনন্য নকশা এবং চমৎকার কাপড়ের গুণমানের কারণে ভারতে এমনকী বিদেশেও জনপ্রিয় চান্দেরি শাড়ি। জেনে নেওয়া যাক, এই দুর্দান্ত শাড়িটির ইতিহাস এবং বৈশিষ্ট্য।

শাড়ি তো পরেন! বলুন তো,'শাড়ির রানি' কাকে বলা হয়? রাজপরিবারেও ছিল বিরাট কদর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!
শাড়ি তো পরেন! বলুন তো,'শাড়ির রানি' কাকে বলা হয়? রাজপরিবারেও ছিল বিরাট কদর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!
শুধু ভারতেই নয়, বিদেশেও শাড়ির জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু ভারতের এক শাড়ি এতটাই বিশেষ যে, তা রানির মর্যাদা পেয়েছে। আসলে চান্দেরি শাড়িকে বলা হয় ‘শাড়ির রানি’। মধ্যপ্রদেশের অন্যতম মূল্যবান ঐতিহ্য এটি। বুনন, অনন্য নকশা এবং চমৎকার কাপড়ের গুণমানের কারণে ভারতে এমনকী বিদেশেও জনপ্রিয় চান্দেরি শাড়ি। জেনে নেওয়া যাক, এই দুর্দান্ত শাড়িটির ইতিহাস এবং বৈশিষ্ট্য।
চান্দেরি শাড়ির ইতিহাস অত্যন্ত গৌরবময় ও প্রাচীন। মহাভারত যুগেও চান্দেরি বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায়। কথিত আছে যে, ভগবান শ্রীকৃষ্ণের সময়ে এই অঞ্চলে বয়ন শিল্পের সূচনা হয়েছিল। চান্দেরি মধ্যপ্রদেশের অশোকনগর জেলায় অবস্থিত। আর যুগের পর যুগ ধরে চান্দেরি অঞ্চল এই শিল্পের জন্য বিখ্যাত। এখানকার তাঁতিরা নিজেদের দক্ষতা ফুটিয়ে তোলেন।
advertisement
advertisement
মুঘল আমলে চান্দেরি শাড়ি রাজকীয় পোশাকের তকমা পেয়েছিল। আর মুঘল দরবারে উঁচু পদে থাকা মহিলাদের পছন্দের শাড়ি হয়ে ওঠে এটি। ব্রিটিশ শাসনকালেও এই শাড়ির জনপ্রিয়তা বজায় ছিল আর ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়েও এটি আলাদাই স্থান করে নিয়েছিল।
advertisement
চান্দেরি শাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, এর বুনন কৌশল। যা বোনার জন্য সিল্ক এবং সুতির সুতো ব্যবহার করা হয়। এই শাড়ি অত্যন্ত হালকা এবং নরম হয়। যা পরে খুবই আরাম পাওয়া যায়। এর ডিজাইনের বৈশিষ্ট্য হল- জরির বুনন, বুটি এবং অন্যান্য ট্র্যাডিশনাল মোটিফ।চান্দেরি শাড়ির রঙও খুব আকর্ষণীয় হয়। এর বুননে প্রতিফলিত হয় কঠোর পরিশ্রম ও শিল্পের চমৎকার সমন্বয়। যা এই শাড়িকে করে তোলে অনন্য এবং অমূল্য।
advertisement
দিল্লিতে আসল চান্দেরি শাড়ি কিনতে চাইলে যেতে হবে মধ্যপ্রদেশ এম্পোরিয়ামে। এখানে রয়েছে চান্দেরি শাড়ির দারুণ কালেকশন। বিভিন্ন ডিজাইন, রঙ এবং প্যাটার্নে মেলে এই শাড়ি। চান্দেরি শাড়ি শুধুমাত্র মধ্যপ্রদেশের গর্ব নয়, এটি ভারতীয় বয়ন শিল্পের ঐতিহ্যেরও প্রতীক। এর বুনন, নকশা এবং কাপড়ের গুণাগুণ এটিকে অন্যান্য শাড়ির থেকে আলাদা করে তোলে। ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করতে চাইলে চান্দেরি শাড়ি অবশ্যই নিজের আলমারিতে রাখা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Queen of Sarees: শাড়ি তো পরেন! বলুন তো,'শাড়ির রানি' কাকে বলা হয়? রাজপরিবারেও ছিল বিরাট কদর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement