Male Orgasm: পুরুষদেরও হতে পারে একাধিক অর্গ্যাজম! কীসে মিলতে পারে চরম শারীরিক সুখ? রইল অজানা তথ্য

Last Updated:

Orgasm Facts: অনেক পুরুষেরই একসঙ্গে একাধিক অর্গ্যাজমও হতে পারে।

#নয়াদিল্লি: মহিলাদের অর্গ্যাজম নিয়ে কথাবার্তা হলেও পুরুষদের অর্গ্যাজম (Male Orgasm) সম্পর্কে এমন অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে যা হয়তো পুরুষরাও জানেন না। সাধারণত, সকলেই জানেন একজন মহিলার শরীরে কয়েকটি অংশ রয়েছে যা চরম শারীরিক মুহূর্তে প্রচণ্ড সন্তোষজনক উত্তেজনার (Male Orgasm) জন্ম দিতে পারে। বিষয়টি কিন্তু একজন পুরুষ শরীরের ক্ষেত্রেও সত্য। তবে প্রত্যেক পুরুষের ক্ষেত্রে কিন্তু এই অংশগুলি ভিন্ন হতে পারে। পুরুষদের ইজাকুলেটরি এবং নন-ইজাকুলেটরি (ejaculatory and non-ejaculatory orgasms) দুই ধরনের অর্গাজমই (Male Orgasm) হতে পারে। হেলথলাইন অনুসারে, অনেক পুরুষেরই একসঙ্গে একাধিক অর্গ্যাজমও হতে পারে।
পুরুষদের যৌন উত্তেজনা বিষয়ক কিছু তথ্য:
সাধারণত, অর্গ্যাজম (Male Orgasm) এবং বীর্যপাত একই সময়ে ঘটে, কিন্তু এই দু’টি বিষয় ভিন্ন। এই দু’টিকে যে একসঙ্গেই ঘটতে হবে এমন মানে নেই।
advertisement
নারীদেহের মতোই, পুরুষদের শরীরেও কিছু অংশ থাকে যা প্রচণ্ড সন্তোষজনক উত্তেজনা আনতে পারে। পুরুষদের একটি এমনই অংশ হল প্রস্টেট।
advertisement
প্রস্টেট মূলত আখরোটের আকারের গ্রন্থি যা মলদ্বারের ঠিক পিছনে লিঙ্গ এবং মূত্রাশয়ের মধ্যে অবস্থিত।
মহিলা এবং পুরুষ দু’জনেরই সংবেদনশীল স্তনবৃন্ত থাকে যা দৈহিক মিলনে প্রভূত উত্তেজনা জাগাতে পারে।
পুরুষের শরীরেও মেয়েদের শরীরের মতোই জি-স্পট থাকে। প্রস্টেটকেই পুরুষের জি-স্পট বলা হয়।
advertisement
পুরুষদের অর্গ্যাজম (Male Orgasm) এবং মহিলাদের অর্গ্যাজমের মধ্যে কোনও পার্থক্য নেই। অর্গ্যাজমের সময় পুরুষ এবং মহিলা দু’জনেরই হৃদস্পন্দন বৃদ্ধি পায় এবং যৌনাঙ্গে রক্ত​​প্রবাহের গতি বেড়ে যায়। দু’টি অর্গ্যাজমের মধ্যে মূল ফারাক হল সময়কাল। উদাহরণস্বরূপ, পুরুষের অর্গ্যাজমের চেয়ে নারীর অর্গ্যাজম কমপক্ষে ২০ সেকেন্ড বেশি স্থায়ী হয়।
পেলভিক ফ্লোর এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে পুরুষরা তাদের যৌন উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Male Orgasm: পুরুষদেরও হতে পারে একাধিক অর্গ্যাজম! কীসে মিলতে পারে চরম শারীরিক সুখ? রইল অজানা তথ্য
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement