Weight Loss Tips: সামান্থা ওজন কমান এই একটি খাবারে, কাজে আসতে পারে আপনারও! জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
পিনাট বাটার শুধু স্বাদে ভালো এমন নয়, এতে এমন কিছু গুণও রয়েছে যা ওজন কমানোর জন্যও দারুণ কাজ করে! (Weight Loss Tips)
#নয়াদিল্লি: অসাধারণ অভিনয়ের পাশাপাশি সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) ফিটনেস নিয়েও সমান উৎসাহী। সামান্থা প্রায়ই নিজের শারীরিক কসরতের ভিডিও পোস্ট করেন। যোগব্যায়াম, সাইক্লিং, কায়াকিংয়ের সঙ্গে সঙ্গে স্কিইংয়ের মতো আরও নানান শারীরিক কসরতে নিয়ে সব সময় সচেতন থাকেন সামান্থা। কিন্তু ঘাম ঝরানো তার জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই স্বাস্থ্যকর খাবার এবং শরীরের জন্য সঠিক খাবার বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। সামান্থা ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে অনেক সময়ই পিনাট বাটারের কথা উল্লেখ করেন। পিনাট বাটার শুধু স্বাদে ভালো এমন নয়, এতে এমন কিছু গুণও রয়েছে যা ওজন কমানোর জন্যও দারুণ কাজ করে!
পিনাট বাটারের বিভিন্ন উপকারিতা
সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্টে, সামান্থাকে ব্রেডে পিনাট বাটার মাখিয়ে খেতে দেখা গিয়েছে। অভিনেত্রী স্বীকার করেছেন যে তিনি খুব খেতে পছন্দ করেন, তবে একই সঙ্গে ফিট থাকার উপরও জোর দিয়েছেন তিনি। সামান্থা লিখেছেন, "পিনাট বাটার স্বাস্থ্যের জন্য অসাধারণ কাজ করে এবং এর স্বাদও খুবই ভালো। প্রোটিন, ভিটামিন, বিভিন্ন খনিজ পদার্থ, ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্টস, পটাসিয়াম এবং আয়রন- কী নেই পিনাট বাটারে।"
advertisement
advertisement
পিনাট বাটার কীভাবে পুষ্টি জোগায়?
ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং জিঙ্ক সহ প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ চিনাবাদাম বা পিনাট বাটার প্রোটিনের একটি দুর্দান্ত উৎস। এটি পরিমিতভাবে খেতে পারলে তা হৃদপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করে, পেশির শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে।
advertisement
কীভাবে পিনাট বাটার ওজন কমাতে সাহায্য করে?
যদিও চিনাবাদামের মাখনে ক্যালোরির পরিমাণ অনেকটাই বেশি, তবে এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ফাইবার।
উচ্চ ফাইবারযুক্ত খাবার সাধারণত হজমের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত, এটি দীর্ঘ সময়ের জন্য ক্ষুধাকে আটকে রাখতে সক্ষম।
advertisement
কীভাবে খাদ্যতালিকায় পিনাট বাটার অন্তর্ভুক্ত করা যায়?
খুব বেশি পরিমাণে না খেয়ে নিয়মিত স্বল্প পরিমাণে পিনাট বাটার খাওয়া উচিত। কেননা ২ টেবিল চামচ পিনাট বাটার প্রায় ২০০ ক্যালোরির কাছাকাছি।
- গমের রুটির সঙ্গে খাওয়া যেতে পারে
-পিনাট বাটার এবং জেলি দিয়ে স্যান্ডউইচ তৈরি করে খাওয়া যেতে পারে
- আমাদের পছন্দের স্মুদিতে এক চামচ পিনাট বাটার যোগ করে তা আরও সুস্বাদু করে তোলা যায়
advertisement
- ওটমিলের ব্যাটারে মিশিয়ে খাওয়া যেতে পারে
- টুকরো করা ফলের ওপর ছড়িয়ে খাওয়া যেতে পারে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 10:06 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Tips: সামান্থা ওজন কমান এই একটি খাবারে, কাজে আসতে পারে আপনারও! জানুন