হোম /খবর /লাইফস্টাইল /
রোগা হতে গ্রিন টি? যখন-তখন খেলে কিন্তু মহাবিপদে পড়বেন! জানা জরুরি

Weight Loss Tips: রোগা হতে গ্রিন টি? যখন-তখন খেলে কিন্তু মহাবিপদে পড়বেন! জানা জরুরি

রোগা হতে গ্রিন টি উপকারী?

রোগা হতে গ্রিন টি উপকারী?

Weight Loss Tips: অনেকেই ভাবেন গ্রিন টি খেলেই রোগা হওয়া যায়। কিন্তু খেলেই হবে না, খাওয়ার নিয়ম জানতে হবে।

  • Share this:

কলকাতা: অনেকেই ভাবেন গ্রিন টি খেলেই রোগা হওয়া যায়। কিন্তু গ্রিন টি কী ভাবে, কতটা এবং ঠিক কোন সময় খাওয়া উচিত, সে ব্যাপারে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। অনেকেই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গ্রিন টি পান করেন। আবার অনেকে ভাবেন যে বেশি করে গ্রিন টি খেলেই দ্রুত শরীরের ওজন কমানো সম্ভব। কিন্তু এই সব ধারণা সম্পূর্ণ ভুল এবং শরীরের পক্ষেও ভাল নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ওহায়ো বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা বলছে, জলের মতো করে কখনওই গ্রিন টি পান করা উচিত নয়। বিশেষজ্ঞরা বলেন, সকালে কিছু স্বাস্থ্যকর জলখাবার খাওয়ার পর গ্রিন টি খাওয়া যেতে পারে। অনেকে আবার দুপুরে খাওয়ার পরই কিংবা তার আগে গ্রিন টি খান। তাতে বিশেষ উপকার হয় না।

আরও পড়ুন: কলার গায়ে লেগে থাকে সুতোগুলি পেটে গেলে কী হয়? এগুলি কি খাওয়া উচিত? জানলে মাথা ঘুরে যাবে

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গ্রিন টিয়ের উপকারিতা ভাল ভাবে পেতে হলে খাওয়ার অন্তত ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা পর বা আগে তা খাওয়া উচিত। শরীরে ওজন কমানোর জন্য রাতে ঘুমোনোর ঘণ্টা দু’য়েক আগেও খাওয়া যেতে পারে। আবার ব্যায়াম করার আধ ঘণ্টা আগে গ্রিন খেয়ে নিতে পারলেও অনেক উপকার হয়।

আরও পড়ুন: একদিনে করোনার বলি ৪! সাবধান, ফের দেশজুড়ে থাবা বসাচ্ছে কোভিড ১৯

কীভাবে তৈরি করবেন পারফেক্ট গ্রেন টি?

৫ গ্রাম বা এক চা চামচ গ্রিন টি নিতে হবে। তার পর জল গরম করে স্টিল বা কাচের পাত্রে রেখে কিছু ক্ষণ রেখে সামান্য ঠান্ডা করে নেওয়া জরুরি। এর পর তাতে চা পাতা যোগ করে ৩ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। চা পাতা পুরোপুরি ভিজে গেলে তার পর তা পান করা যাবে। কেউ চাইলে দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, আমলা গুঁড়ো দিতে পারেন। আমলার রস কিংবা আদার রসও দেওয়া যেতে পারে তাতে।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Green Tea, Weight Loss, Weight Loss Tips