Weight Loss: তিন ধরনের মানুষের ওজন কমাতে সমস্যা হয়! আপনিও কি এঁদের মধ্যেই পড়েন?

Last Updated:

Weight Loss Tips: তিন ধরনের মানুষ আছে, যাঁরা ফিটনেসের লক্ষ্যে পৌঁছাতে তাঁদের কী করণীয়, সেটাই বুঝতে পারেন না।

তিন ধরনের মানুষের ওজন কমাতে সমস্যা হয়! আপনিও কি এঁদের মধ্যেই পড়েন?
তিন ধরনের মানুষের ওজন কমাতে সমস্যা হয়! আপনিও কি এঁদের মধ্যেই পড়েন?
#কলকাতা: ওজন কমানোর জন্য ডায়েট এবং ব্যায়ামের মধ্যে, ডায়েটেরই প্রধান ভূমিকা রয়েছে। এমনকী ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করলেও ডায়েট যদি ঠিকঠাক না-হয়, তাহলে ওজন কমানো বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে (Weight Loss)। আবার কিছু মানুষের ডায়েটে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার থাকলেও ছোটখাটো ভুল ওজন কমানোর লক্ষ্যে বাধা তৈরি করতে পারে। এক্ষেত্রে তিন ধরনের মানুষ আছে, যাঁরা ফিটনেসের লক্ষ্যে পৌঁছাতে তাঁদের কী করণীয়, সেটাই বুঝতে পারেন না (Weight Loss Tips)।
যাঁরা বিভ্রান্তিতে থাকেন:
advertisement
সুস্থ জীবনযাপনের মূল মন্ত্র হল বেশি করে সবুজ শাকসবজি ও পুষ্টিকর খাবারদাবার খাওয়া। পাশাপাশি খাবারের পরিমাণ, ব্যালেন্সড খাবার এবং সময় ধরে খাওয়ার মতো অন্যান্য বিষয়গুলি ওজন কমাতে সাফল্য নিয়ে আসে। ডায়েট নিয়ে যাঁরা বিভ্রান্ত, তাঁরা খাবারের উপর বেশি নজর দিতে গিয়ে অন্যান্য বিষয়কে অবহেলা করে বসেন। সম্পূর্ণ জ্ঞানের অভাবে তাদের ওজন কমতে চায় না। তাই এই ধরনের মানুষদের ওজনকে প্রভাবিত করে এমন সমস্ত বিষয়গুলিকে বিবেচনা করতে হবে।
advertisement
যাঁরা আবেগপ্রবণ হয়ে খান:
এই ধরনের ডায়েট যাঁরা মেনে চলেন, তাঁরা তাঁদের অনুভূতি অনুযায়ী খান। যেমন, খুশি হলে মদ্যপান করেন, আবার দুঃখ হলে চিপস এবং বাদাম খেয়ে থাকেন। এঁরা ডায়েট অনুসরণ করলেও প্রায়ই ডায়েটের লক্ষ্য থেকে সরে যান। তাই এই বিভাগের মানুষদের খাবারের উপর মানসিক নির্ভরতাকে নষ্ট করতে হবে। খেয়ে-দেয়ে অপরাধবোধে ভোগা, সুগার ক্রেভিং, স্ট্রেসের জেরে খাওয়া- এ সব কিছুই নিয়ন্ত্রণ করতে হবে।
advertisement
খাবারে আসক্তি:
এই ধরনের মানুষদের খাওয়ার সময় কখন থামতে হবে, সেই সম্পর্কে কোনও ধারণা নেই। স্বাস্থ্যকর কিংবা অস্বাস্থ্যকর যা-ই খান না-কেন, তাঁরা অল্পেতে খুশি হন না। সুস্বাদু খাবারের স্বাদ পেলেই বেশি খেয়ে ফেলেন কিংবা দ্বিধাহীন ভাবে খেতে থাকেন। পেট ভরলেও কখন খাওয়া বন্ধ করতে হবে, তা ঠিক মতো বুঝতে পারেন না। অতিরিক্ত খাওয়ার সময় তাঁরা নিজেদের দোষী মনে করলেও প্রায়ই তাঁদের কাজকে ন্যায়সঙ্গত ভেবে একই বিষয়ের পুনরাবৃত্তি করতে থাকেন। এই ধরনের ডায়েট অনুসরণকারীরা দিনে যতটা ক্যালোরি বার্ন করেন, তার চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করে ফেলেন। আর এই কারণেই ওজন বেড়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss: তিন ধরনের মানুষের ওজন কমাতে সমস্যা হয়! আপনিও কি এঁদের মধ্যেই পড়েন?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement