Kalimpong: হাতে দার্জিলিং চা! সারাদিন মেঘ-রোদ্দুরের লুকোচুরি, বছরশেষে ঘুরে আসুন কালিম্পংয়ের গোকুলে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
ভ্রমণপিপাসু মানুষদের জন্য পাহাড়ের কোলে অবস্থিত এই গোকুলে একদম নতুন একটি গ্রাম। এতদিন পর্যন্ত এই গ্রামের কথা সকলের কাছে অজানা থাকলেও ধীরে ধীরে এই গ্রাম পর্যটকদের কাছে পছন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে।
কালিম্পং: দার্জিলিং সিকিম তো অনেক ঘুরেছেন, এই শীতের মরশুমে ঘুরে আসুন কালিম্পংয়ের অজানা গ্রামে। চারিদিকে মেঘে ঢাকা পাহাড় আর মন মুগ্ধ করা সবুজের সমারোহ। তার মাঝে এক কাপ দার্জিলিং চা হাতে পাহাড়ের কোলে বসে প্রকৃতিকে উপভোগ করতে কার না ভাল লাগে।
রাতের অন্ধকারে জোনাকির মতো জ্বলতে থাকা পাহাড়ি গ্রামের সৌন্দর্য মন জয় করে নেবে নিমিষেই। এখানেই শেষ নয় রাতের অন্ধকারে ঝিঁঝিঁ পোকার ডাক, তার সঙ্গে কনকনে ঠান্ডায় বন ফায়ারের সামনে বসে বার-বি-কিউ খাবার মজা, আলাদাই অনুভূতি এনে দেয়। শীতের ছুটিতে নিরিবিলিতে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে কালিম্পংয়ের এই গ্রাম গোকুলে।
advertisement
আরও পড়ুনঃ বড়দিনের ছুটি ছারখার! রাত পোহালেই আমূল বদলাবে আবহাওয়া, কোথায় কোথায় বৃষ্টি? জানুন পূর্বাভাস
ভ্রমণপিপাসু মানুষদের জন্য পাহাড়ের কোলে অবস্থিত এই গোকুলে একদম নতুন একটি গ্রাম। এতদিন পর্যন্ত এই গ্রামের কথা সকলের কাছে অজানা থাকলেও ধীরে ধীরে এই গ্রাম পর্যটকদের কাছে পছন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার সঙ্গে পর্যটনে নয়া পালক জুড়তে চলেছে এই গোকুলে গ্রাম। শীত শুরু হতে না হতেই পর্যটকদের আনাগোনা বাড়ছে গ্রামে। কালিম্পং শহর থেকে মাত্র ২ কিমি দূরে এই গ্রামের অবস্থান।
advertisement
advertisement
অপরূপ এই পাহাড়ি গ্রামে যেমন রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়ের ঢাল বেয়ে চাষ হয় বিভিন্ন অর্গানিক শাক-সবজি। গ্রামের হোমস্টের মালিক গুঞ্জন তামাং বলেন, “উত্তরের পর্যটনে নয়া পালক হিসেবে জুড়তে চলেছে এই গোকুলে গ্রাম। পর্যটকরা অফবিট জায়গার খোঁজ করেন। তাদের জন্য এই জায়গাটি দুর্দান্ত।”
গোকুলে যেতে হলে নিউ জলপাইগুড়ি স্টেশন কিংবা, বাগডোগরা বিমানবন্দর থেকে সেই পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যেতে হবে। পথে পাবেন কখনও কুয়াশা, কখনও মেঘের আনাগোনা। পৌঁছে যাবেন কালিম্পং, এরপর কালিম্পং স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে ৩০ মিনিটেই পৌঁছে যাবেন গোকুলে। আর এই গ্রামের মধ্যেই রয়েছে অনেক হোমস্টে-তে রয়েছে থাকা-খাওয়ার ব্যবস্থা।
advertisement
অনির্বাণ রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 23, 2023 10:38 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kalimpong: হাতে দার্জিলিং চা! সারাদিন মেঘ-রোদ্দুরের লুকোচুরি, বছরশেষে ঘুরে আসুন কালিম্পংয়ের গোকুলে