OMG: বিবাহ বাসরে তুলকালাম! মালাবদলে বরের প্যান্টে গেল খুলে, Video ঝড়ের গতিতে Viral...

Last Updated:

Wedding Viral Video: একটি ভাইরাল ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ট্রেন্ড করছে। এই ভিডিওতে মালাবদলের অনুষ্ঠানের মাঝখানেই আচমকা বরের ট্রাউজার তাঁর কোমর থেকে সরতে শুরু করে। একটা সময় নিচে পরেও যায় সেই প্যান্ট।

বর-কনের ভিডিও বুলেট গতিতে ভাইরাল
বর-কনের ভিডিও বুলেট গতিতে ভাইরাল
#Wedding Viral Video: বিয়ের মরসুম সবসময়ই উত্তেজনা আর প্রচুর বিনোদনে ভরপুর হয়ে থাকে। তবে এই বিনোদনের অন্যতম আকর্ষণ বিয়ের ভিডিও। কেউ কেউ অনুষ্ঠানের আনন্দদায়ক দিকটি দেখায়, কেউ কেউ এমন কিছু অদ্ভুত জিনিস দেখায় এই ভিডিওতে যা একটি বিবাহে ঘটলে তা সকলের দৃষ্টি আকর্ষণ করে নেয় এক নিমেষে। এই সব ভিডিও ভাইরাল হয়ে মজা দেয় নেটিজেনদেরও। যেমন একদিকে বিবাহের কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি বর-কনেকে বিব্রত করে, তেমন একইসঙ্গে তৈরী করে বেশ কিছু আনন্দমুখর মজাদার মুহূর্ত।
এমন একটি ভাইরাল ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ট্রেন্ড করছে। এই ভিডিওতে মালাবদলের অনুষ্ঠানের মাঝখানেই আচমকা বরের ট্রাউজার তাঁর কোমর থেকে সরতে শুরু করে। একটা সময় নিচে পরেও যায় সেই প্যান্ট। মুহূর্তে বিব্রত হয়ে পড়েন কিংকর্তব্যবিমূঢ় বর।
advertisement
advertisement
ওই ভিডিওতে দেখা যায়, বর ও কনে হাতে ফুলের মালা নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন। বর যখনই কনেকে মালা পরালেন ঠিক তখনই তাঁর ট্রাউজারটি হঠাৎ সকলের সামনেই পড়ে যেতে থাকে। আচমকা এই দৃশ্য দেখে সেখানে জড়ো হওয়া সমস্ত অতিথিরা হাসতে শুরু করেন।
View this post on Instagram

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

advertisement
বর প্রথমটা বুঝতে পারেন না কী ঘটছে। থতমত খেয়ে এদিক ওদিক তাকাতে থাকেন। আসল ঘটনা বুঝতে কিছুক্ষণ সময় নেন তিনি এবং সব বুঝে নিজেই হাসতে শুরু করে দেন। অন্যদিকে হাসি থামাতে পারে না কনেও।
advertisement
এই ভিডিওটি bhutni_ke_memes নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে, যেখানে একটি লেখা রয়েছে, "এর জন্য অপেক্ষা করুন।" ভিডিওটি দু'দিন আগে শেয়ার করা হয়। এবং এটি ইতিমধ্যে ৮,৮২৮ টিরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওটি দেখে ইন্টারনেটে নেটিজেনরা প্রচুর হাসির ইমোজি দিয়ে মন্তব্য বিভাগটি ভরিয়ে দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
OMG: বিবাহ বাসরে তুলকালাম! মালাবদলে বরের প্যান্টে গেল খুলে, Video ঝড়ের গতিতে Viral...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement