Bedroom Drama: ঘরের ভিতরে পর্দাফাঁস! বলিউডের এই পাঁচ তারকা দম্পতি ধরা পড়েছেন বেডরুমে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bedroom Drama: ঘরের ভিতরে তাহলে কি সত্যি বাড়ছে প্রেম?
advertisement
আজ আমরা এমনই বেশ কয়েকটি জুটি সম্পর্কে কথা বলতে যাচ্ছি যাঁদের নিয়ে একটা সময় গসিপের শেষ ছিল না কোনও। আর আজও সেইসব স্টারদের রহস্যময় অতীতে উঁকি ঝুঁকি মারতে ভালোবাসেন তাঁদের তথা হিন্দি সিনেমার অনুরাগীরা। এমনই পাঁচ তারকা কাপলদের কথা বলব আজ যাঁদের কোনও না কোনও সময় একসঙ্গে বেডরুমে ধরে ফেলেছিলেন তাঁদেরই কোনও সতীর্থ। পরবর্তী ঘটনাবলী আজ ইতিহাস।
advertisement
অজয় ও কাজলকে ধরে ফেললেন করিশ্মা: হ্যাঁ, আমরা ৯০ এর দশকের কথা বলছি যখন করিশ্মা কাপুরের আধিপত্য ছিল চরম। সেই সময় অজয় দেবগন ও করিশ্মা কাপুরের সম্পর্ক শিরোনামে ছিল ইন্ডাস্ট্রিতে। দুজনেই একটানা পাঁচটি ছবিতে কাজ করেছিলেন, যার কারণে তাঁদের সম্পর্ক আরও মজবুত হয়েছিল, কিন্তু অজয় দেবগন এই সম্পর্কের ব্যাপারে মোটেও সিরিয়াস ছিলেন না, যার কারণে বিবাদ হয়েছিল বলেও শোনা যায়। করিশ্মা সেইসময় অজয়ের টেলিফোনে যখন একজন মহিলার কন্ঠ শুনেছিলেন তখনই নাকি দুজনের মধ্যে তাঁকে ঘিরে শুরু হয় মন কষাকষি। শোনা যায় সেই মহিলাটি আর কেউ নন, তিনিই ছিলেন কাজল। জানা যায় সেই সময় কাজল এবং অজয় বেডরুমে একসঙ্গে ছিলেন। এরপর করিশ্মা তাদের সম্পর্ক ভেঙে দেন যদিও শেষটা অন্যরকম হয়। কারণ শেষমেশ ১৯৯৯ সালে সাত পাকে বাঁধা পড়েন অজয় কাজল।
advertisement
নানা পাটেকর আয়েশা জুলকাকে ধরে ফেললেন মনীষা হ্যাঁ, মনীষা কৈরালা তার থেকে ২০ বছরের বড় এক অভিনেতার প্রেমে পড়েছিলেন। যদিও সেই তারকা সেইসময় একটি সম্পর্কের মধ্যে ছিলেন, যার কারণে তিনি সর্বদা শিরোনামে ছিলেন। তিনি নানা পাটেকার। ঘনিষ্ট সম্পর্কের কারণে আয়েশা জুলকা নানা পাটেকর একবার ধরা পড়েছিলেন একসঙ্গে। কিন্তু নানা পাটেকরের স্বভাব খুব রাগী প্রকৃতির ছিল, যার কারণে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। শুধু তাই নয় বলিউডে এই ত্রিকোণ সম্পর্ক নিয়ে প্রবল আলোড়ন উঠেছিল কারণ শোনা যায় একদিন মনীষা কৈরালা নানা পাটেকরকে হোটেলের ঘরে ধরে ফেলেছিলেন আয়েশা জুলকার সঙ্গে ঘনিষ্ট অবস্থায়। যা নিয়ে বিরাট গুঞ্জন উঠেছিল সেই সময়।
advertisement
কিন্তু নানা পাটেকরের স্বভাব খুব রাগী প্রকৃতির ছিল, যার কারণে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। শুধু তাই নয় বলিউডে এই ত্রিকোণ সম্পর্ক নিয়ে প্রবল আলোড়ন উঠেছিল কারণ শোনা যায় একদিন মনীষা কৈরালা নানা পাটেকরকে হোটেলের ঘরে ধরে ফেলেছিলেন আয়েশা জুলকার সঙ্গে ঘনিষ্ট অবস্থায়। যা নিয়ে বিরাট গুঞ্জন উঠেছিল সেই সময়।
advertisement
প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ির দরজা খুললেন শাহিদ এটি সেই সময়ের কথা যখন প্রিয়াঙ্কার বাড়িতে আয়কর দফতর অভিযান চালায়, এটি ২০১১ সালের ঘটনা। সেই সময় শাহিদ কাপুর সকাল ৭:৩০ টায় গেট খোলেন প্রিয়াঙ্কার বাড়ির। যে খবর আগুনের মতো মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি কিছুদিনের মধ্যে থিতিয়ে যায়। গল্প রটে যে প্রিয়াঙ্কা বাড়িতে রেড হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সেইসময় তাঁর বাড়ি থেকে মাত্র ৩ মিনিটের দূরত্বে ছিল শাহিদ, সেজন্য সেই মুহূর্তে কাকে ফোন করবে বুঝতে না পেরেই নাকি শাহিদকে ফোন করেছিলেন প্রিয়াঙ্কা।
advertisement
রানি মুখোপাধ্যায় ও গোবিন্দাকে বেডরুমে একসঙ্গে দেখেন এক সাংবাদিক: একটা সময় ছিল যখন রানি ও গোবিন্দার প্রেমের গুঞ্জন রটেছিল মিডিয়ায়। 'হদ কর দি আপনে' ছবির শুটিংয়ের সময় দুজনেই কাছাকাছি এসেছিলেন, সেই সময়ে গোবিন্দা বিবাহিত ছিলেন এবং দুই সন্তানের বাবাও ছিলেন। তা সত্ত্বেও, তিনি সম্পর্কটি রেখেছিলেন বলেও শোনা যায়। কিন্তু এই সম্পর্কের কথা শীঘ্রই ফাঁস হয়ে যায় এবং গোবিন্দাকে একটি পোশাক পরে বেডরুম থেকে বেরিয়ে আসতে দেখেন এক প্রতিবেদক। জানা যায় সেই বেডরুমটি রাণীর বাড়ির। যদিও গোবিন্দ তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে রানীকে বিয়ে করতে প্রস্তুত ছিলেন না সেই সময়। যার কারণে তাদের ব্রেকআপ হয়েছিল বলে শোনা যায়।
advertisement
advertisement