corona virus btn
corona virus btn
Loading

চুমু খাওয়া থামছেই না,রুই মাছেদের Tiktok ভিডিও বুলেটের গতিতে ভাইরাল

চুমু খাওয়া থামছেই না,রুই মাছেদের Tiktok ভিডিও বুলেটের গতিতে ভাইরাল

কামাল ভিডিও দেখে নিয়েছেন আশি লক্ষের বেশি মানুষ

  • Share this:

#নয়াদিল্লি : এই ভার্চুয়াল রিয়েলিটির জগতে কী কী যে হয় তার যুক্তিতে বিচার মেলে না অধিকাংশ সময়েই ৷ নাচ-গান মানুষের বিনোদনের মাধ্যম তবে অন্য কিছু দিয়েও যে মানুষের এত সহজে মনোরঞ্জন হওয়া সম্ভব তা বোধহয় টিকটক না এলে জানা যেত না ৷

এই Tiktok -র মাধ্যমে আবার বিভিন্ন অদ্ভূত ভিডিও সামনে আসে ৷ এরকমই একটা ভিডিও এই মুহূর্তে হিল্লোল তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷ প্রেম কুমার প্রেম কুম এই টিকটক হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার হয়েছে ৷ এই ভিডিওতে লাইকের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষের বেশি ৷ আর ভিডিওটির ভিউ হয়েছে  আশি লক্ষেরও বেশি ৷

দেখে নিন সেই ভিডিও
@premkumarpremkuma2914
♬ Balam Pichkari (Remix) - bollywoodtunez

যে হ্যান্ডেল থেকে ভিডিওটি উঠেছে তার ফলোয়ারের সংখ্যা ৪২ হাজারেরও বেশি ৷ এই হ্যান্ডেলে বিভিন্ন মাছের ভিডিওই থাকে ৷ আর সেই সব মাছের কেরামতি দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেন এই হ্যান্ডেলে ৷

@premkumarpremkuma2914
♬ original sound - àjăýķîńğ123
Published by: Debalina Datta
First published: March 11, 2020, 4:55 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर