Viral Video : গানে প্রাণে এক হয়েছে মনে, বাতাসে বইছে বাংলার মাটির গন্ধ, তরুণীর নাচ ছুঁয়ে গেল মনের দশদিক....
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video : না বলা অনেক কথাই যেন নতুন করে বলল তাকে, নতুন করে পেল তাকে।
#কলকাতা : সবুজ গাছপালা, পুকুর, নদী ঘেরা গ্রামকেন্দ্রিক দেশ এই বাংলা। এদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে মাটির টান। সোঁদা মাটির গন্ধ, পুজোর কাশফুল , শিউলি যেন এই বাংলার আত্মায় মিশে আছে। নানা জাতি,নানা ভাষা নিয়ে গঠিত এই দেশের সংস্কৃতির মধ্যে আঞ্চলিকতা টান প্রবল। বিভিন্ন ভাষা হলেও কোথাও যেন এক মাটি এক টান টেনে নেয় বাঙালি মনকে।
শহরের ইট-কাঠ-কংক্রিটের ঘেরাটোপে থেকেও মাঝে মাঝেই কিন্তু মন উড়ে যায় গ্রাম বাংলায়। সেই সোঁদা মাটির টানে। শহুরে যান্ত্রিকতা থেকে বেরিয়ে একমুঠো সবুজের মাঝে নিঃশ্বাস নিতে কে না ভালোবাসে? সম্প্রতি খোলা আকাশের নিচে সবুজকে সাক্ষী রেখে “পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন” গানটিতে নেচেই ভাইরাল হলেন এক সুন্দরী যুবতী।
advertisement
advertisement
'ডান্সার মৌ' নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সবুজ ধানেভরা মাঠে আঞ্চলিক আদলে গাওয়া গানটিতে নৃত্য পরিবেশন করছেন এই যুবতী। পরনে তাঁর গাঢ় গোলাপি ব্লাউজ আর সবুজ কালো রঙের ঢাকাই শাড়ি। হালকা সাজের সঙ্গে অবশ্যই রয়েছে মাথায় মানানসই খোপা আর তাতে গোঁজা রঙিন লাল ফুল যেন আরও গ্রামীণ আবেশ এনে দিয়েছে সুন্দরীর সাজে। আদুরে চেহারার মিষ্টি হাসির তরুণীর চোখে মুখে রয়েছে মাটির টান।
advertisement
জানা গিয়েছে ভিডিওটিতে ভাইরাল হওয়া যুবতীর নাম মৌমিতা। বর্তমানে তাঁর চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১ লাখেরও বেশি। ভিডিওটি ইউটিউবে প্রকাশ পেতেই ১ লাখের বেশি মানুষ দেখে ফেলেছে। সাথে ভিডিওটিতে লাইক এর সংখ্যা প্রায় দুইহাজার।
advertisement
পুজোর আমেজ ইতিমধ্যেই চেয়ে গিয়েছে গ্রাম বাংলা থেকে শহুরে আকাশ। মাঝে মাঝে বর্ষার মেঘ সরিয়ে উঁকি দিচ্ছে পেজা তুলোর মত কোদাল ছাঁচে মেঘ। মনেও আজ পুজো পুজো গন্ধ। আর এই আবহে সবুজ গাছপালা এবং নীল আকাশে ঘেরা পরিবেশে মৌমিতার এমন সুন্দর নাচ মুহূর্তে মন ছুঁয়ে নিয়েছে নেটিজেনদের।
বর্তমান প্রজন্মের কাছে প্রতিভা প্রকাশের অন্যতম প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এই ইউটিউব। আর এই ইউটিউবকে ভর করেই নতুন পুরোনো শিল্পীরা নিজেদের প্রতিভা মেলে ধরছেন নেট দুনিয়ায়। তাদের এইসব নিত্য নতুন পারফরম্যান্স দেখেই ঘরে বসেই যেন একমুঠো খোলা আকাশের স্বাদ পেয়ে যান করোনা আবহে ঘরবন্দি মানুষ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2021 5:51 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : গানে প্রাণে এক হয়েছে মনে, বাতাসে বইছে বাংলার মাটির গন্ধ, তরুণীর নাচ ছুঁয়ে গেল মনের দশদিক....