#মুম্বই: দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। মানুষকে আটকে রাখা হয়েছে গৃহে। এই লকডাউন এখনই শেষ হওয়ার নয়। ২১ দিনের পরেও বাড়তে চলেছে মেয়াদ। করোনা ভাইরাসকে রুখতেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে সরকার। মানুষ নিজের ঘর থেকে বাইরে বেরোলেই আসতে পারেন এই ভাইরাসের কবলে। স্কুল, কলেজ, দোকানপাট, শপিংমল সব বন্ধ। কোথাও কোনও লোকের দেখা নেই।
এই অবস্থায় কয়েকদিন আগে হরিদ্বারে দেখা গিয়েছিল এক পাল হরিণ মাঝ রাস্তায়। এবার মুম্বইয়ের বরিভালিতে যা হল তা অবাক করে। আবাসনে নিজের নিজের ফ্ল্যাটে বন্দি মানুষ। আর অবাধে ঘুরে বেড়াচ্ছে বাঁদররা। কিন্তু তাই বলে সোজা সুইমিংপুলে স্নান ! হ্যাঁ এমনটাও করলোতারা। আবসনের সুইমিংপুলে ছাদের ছাদের থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে বাঁদর। ঘণ্টার পর ঘণ্টা ধরে তাঁরা সুইমিংপুলে সাঁতার কাটছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Viral Video