শৌচাগারে রাখুন একমুঠো লবণ, ভোলই বদলে যাবে; ফলাফল দেখে নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না

Last Updated:

Man put salt in toilet video: যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই পরীক্ষায় ওই ব্যক্তি দেখিয়েছেন যে, শুধু রান্নাবান্না ছাড়াও লবণ আরও নানা কাজে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে সবথেকে চমকপ্রদ এক্সপেরিমেন্ট ছিল - শৌচাগারে লবণ রেখে দেওয়া।

শৌচাগারে রাখুন একমুঠো লবণ, ভোলই বদলে যাবে; ফলাফল দেখে নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না (Photo- Twitter/ScienceGuys_)
শৌচাগারে রাখুন একমুঠো লবণ, ভোলই বদলে যাবে; ফলাফল দেখে নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না (Photo- Twitter/ScienceGuys_)
লবণ ছাড়া কোনও খাবারেই স্বাদ আসে না। ফলে রান্না কিংবা খাবারের জন্য অত্যন্ত জরুরি উপাদান এটি। তবে খাবারের স্বাদ বজায় রাখা ছাড়াও এর আরও গুণাগুণ রয়েছে। সম্প্রতি লবণ ব্যবহার করে একজনকে অনন্য এক এক্সপেরিমেন্ট করতে দেখা গিয়েছে। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই পরীক্ষায় ওই ব্যক্তি দেখিয়েছেন যে, শুধু রান্নাবান্না ছাড়াও লবণ আরও নানা কাজে ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে সবথেকে চমকপ্রদ এক্সপেরিমেন্ট ছিল – শৌচাগারে লবণ রেখে দেওয়া। এই সমস্ত পরীক্ষা-নিরীক্ষার ফল রীতিমতো অবিশ্বাস্য। যা দেখলে একবার ট্রাই করে দেখার ইচ্ছা জাগবেই।
সম্প্রতি @ScienceGuys_ নামে একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে এক ব্যক্তিকে লবণের ব্যবহার প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। তিনি জানান, খাবার ছাড়াও লবণ ব্যবহার করা সম্ভব। দৈনন্দিন কাজে লবণের ব্যবহার ব্যাখ্যাওকরেছেন। প্রথমেই তিনি বলেন, জামাকাপড়ে যদি দাগ লেগে যায়, তাহলে তার উপর লবণ দিয়ে দিতে হবে। এবার জামাকাপড়ের দাগ যাতে লবণ শুষে নেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর জামাকাপড় পরিষ্কার করে নিতে হবে। এতে সেই দাগ নিজে থেকেই দূর হবে।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, এরপর ওই ব্যক্তি বলেন, নোংরা-এঁটো বাসন মাজতেও লবণ অত্যন্ত কার্যকর। এরপর যখন পুরোপুরি বাসন পরিষ্কার হয়ে যাবে, তখন তা রীতিমতো চকচক করবে। এরপর একটি বোতলে লবণ ভরে তিনি রেখে দিয়েছিলেন। কিছু সময়ের জন্য তা রেখে দিয়েছিলেন ওই ব্যক্তি। এবার সেটা জল দিয়ে পরিষ্কার করা হলে দেখা যায়, তা পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে।
advertisement
আর শুধু তা-ই নয়, বোতলের ভিতরের গন্ধও দূর হয়। একইভাবে রান্নাঘরের বেসিন এবং শৌচাগারের নলের কাছে লবণ রেখে দিতে দেখা যায় ওই ব্যক্তিকে। এতে শৌচাগারের বন্ধ হয়ে যাওয়া নল খুলে যায়। সব শেষে ওই ব্যক্তি কমোডে লবণ ফেলে এক রাত রেখে দিয়েছিলেন। জল দেননি। এরপর সকালে তা ধুয়ে দেওয়ার পরে শৌচাগারের গন্ধ এবং ব্যাকটেরিয়া দূর হয়ে যায়। আর শৌচাগারও থাকে পরিষ্কার।
advertisement
এই ভিডিওটি দেখেছেন প্রচুর মানুষ। ভিউ চল্লিশ হাজার পার করেছে। অনেকে নানা রকম মন্তব্যও করেছেন। একজন বলেন যে, “মানুষ লবণ ব্যবহার করে নিজেদের মুখও পরিষ্কার করতে পারেন।” অন্য একজন বলেন যে, “এটা একটা বেশ তথ্যপূর্ণ ভিডিও।” তবে আর এক নেটিজেনরা বলেন যে, “বাথরুমে সেপটিক ট্যাঙ্ক থাকলে তা একেবারেই ব্যবহার করা উচিত নয়।”
advertisement
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শৌচাগারে রাখুন একমুঠো লবণ, ভোলই বদলে যাবে; ফলাফল দেখে নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement