IC814: ৭০টির বেশি দেশের নোট ছাপা হত এই সুইস ব্যবসায়ীর কোম্পানিতে, ছিলেন আইসি ৮১৪ বিমানে, হাইজ্যাকাররা বুঝতেও পারেনি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’ ওয়েব সিরিজ। তারপর থেকেই ঘটনার খুঁটিনাটি বিষয়ে জনসাধারণের কৌতূহল তুঙ্গে। ১৯৯৯ সালে কাঠমান্ডু থেকে দিল্লিগামী বিমান হাইজ্যাক করেছিল জঙ্গিরা। সেই সত্য ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই সিরিজ।
advertisement
advertisement
ওই যাত্রী আর কেউ নন, সুইস-ইতালিয় ব্যবসায়ী রবার্তো জিওরি। ‘টাইম’ ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময় সুইজারল্যান্ডের অন্যতম ধনী ব্যবসায়ী ছিলেন তিনি। কোম্পানি ‘দে লা রু’-এর মালিক। বিশ্বের নোট ছাপানোর ব্যবসার ৯০ শতাংশ ছিল তাঁর দখলে। পৃথিবীর ৭০টিরও বেশি দেশের নোট ছাপাত রবার্তো জিওরির কোম্পানি।
advertisement
advertisement
advertisement