Viral Video: দোকানির আইসক্রিম দিতে অস্বীকার! রেগে আগুন তেলে বেগুন হয়ে যা করে বসলেন খদ্দের! দেখুন ভিডিও
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: মুম্বইতে এক ব্যক্তি গভীর রাতে তার দুই সন্তানকে নিয়ে আইসক্রিম খেতে পৌঁছেছিলেন। কিন্তু ওই ব্যক্তি দোকানদারের কাছে আইসক্রিম চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন।
#কলকাতা: দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মুম্বই সহ গোটা দেশে শুরু হয়েছে ঠান্ডা মরশুম। এই প্রচণ্ড শীতে আইসক্রিম খাওয়ার কথা ভাবতে পারেন? নিশ্চই ভাববেন না। কিন্তু মুম্বইয়ে এক ব্যক্তি আইসক্রিম খাওয়ার পরিকল্পনা নিয়ে হাজিরে হলেন এক আইসক্রিম পার্লারে। এরপর দোকানি আইসক্রিম না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন দোকানদারের ওপর(Viral Video)।
জানা গিয়েছে, মুম্বইতে এক ব্যক্তি গভীর রাতে তার দুই সন্তানকে নিয়ে আইসক্রিম খেতে পৌঁছেছিলেন। কিন্তু ওই ব্যক্তি দোকানদারের কাছে আইসক্রিম চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। দোকানদার আইসক্রিম দিতে অস্বীকার করলে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে দোকানের বাইরে রাখা সব ফ্রিজার ভেঙে ফেলেন। ফ্রিজার ভেঙ্গে লোকটি তার দুই সন্তানকে নিয়ে চলে যায়। পুরো ঘটনাটি ধরা পড়ে দোকানের বাইরে লাগানো সিসিটিভি (Viral Video) ক্যামেরায়।
advertisement
advertisement
ठंडी में भी पारा चढ़ा!! दुकानदार ने रात में आइसक्रीम देने से मना किया तो नाराज शख्स ने दुकान के बाहर रखे फ्रीजर तोड़ डाले.. वसई में रात 2 बजे अपने छोटे बच्चों के साथ आइसक्रीम खाने आये शख्स की अजीब करतूत!@ndtvindia pic.twitter.com/9tT8ARAnMr
— sunilkumar singh (@sunilcredible) December 24, 2021
advertisement
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর রাত দুটোর সময়। ঠিক ২.১১ টায় আইসক্রিম কিনতে দোকানে আসেন এই ব্যক্তি। তবে দোকানদার ওই ব্যক্তিকে আইসক্রিম দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। তিনি রাগে দোকান থেকে বেরিয়ে এসে লাঠি দিয়ে বাইরে রাখা ফ্রিজার ভেঙে দেন।এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়ার পর পুলিশ স্বতঃপ্রণোদিত এফ এই আর দায়ের করেছে। পুলিশের ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের খোঁজ চলছে।
advertisement
আজকাল প্রায়ই সোশ্যাল মিডিয়ায় (Viral Video) ভাইরাল হয় নিত্য নতুন ভিডিও। কোনও ভিডিও দেখে চমকে যেতে হয়। কোনটি আবার ভয় জাগায়। কিছু কিছু ভিডিও দেখে মন ভালোও হয়। কিন্তু এই ভিডিও দেখে নেট নাগরিকরা অত্যন্ত ক্ষুব্ধ হন। কমেন্ট বক্সে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। রাত-দুপুরে আইসক্রিম খাওয়ার দাবি করে এমন উপদ্রব ভালো চোখে দেখেননি নেটিজেনরা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2021 10:13 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: দোকানির আইসক্রিম দিতে অস্বীকার! রেগে আগুন তেলে বেগুন হয়ে যা করে বসলেন খদ্দের! দেখুন ভিডিও