Fanta Maggi: ম্যাগিতে ঢালা হচ্ছে ফ্যান্টা ! বিশেষ ধরনের এই ডিশ খেতে কেমন ? দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of Fanta Maggi: গত ৫-৬ মাস ধরেই গাজিয়াবাদের এক রাস্তার ধারের ফুডস্টলে বানানো হচ্ছে এই ফ্যান্টা ম্যাগি ৷ যা খেয়ে প্রত্যেকেই খুশি ৷

Photo Courtesy: Foodie Incarnate/Youtube
Photo Courtesy: Foodie Incarnate/Youtube
মুম্বই: সোশ্যাল মিডিয়ার রমরমার যুগে এখন কত কিছুই না ভাইরাল হয় ৷ ‘ওরিও পকোড়া’ (Oreo Pakodas) থেকে শুরু করে ‘ফ্যান্টা অমলেট’ (Fanta Omelette) ৷ রোডসাইড খাবারের স্টলে এমন অনেক অদ্ভূত অদ্ভূত খাবারের সন্ধানই সম্প্রতি পেয়েছেন ভোজনরসিকরা ৷ আর তা সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়ায় কারোর আপলোড করা ভিডিও দেখেই ৷ এবার সন্ধান মিলল ‘ফ্যান্টা ম্যাগির’ (Fanta Maggi) !
হ্যাঁ, নাম শুনলেই হয়তো আন্দাজ করতে পারছেন বিষয়টা ঠিক কী ৷ একজন ইউটিউব ফুড ভ্লগারের আপলোড করা ভিডিও থেকেই বিষয়টি জানা গিয়েছে (Ghaziabad vendor makes Maggi with Fanta) ৷ এখন সবারই প্রশ্ন, ‘প্লেন ম্যাগি’, ‘এগ ম্যাগি’, ‘চিকেন ম্যাগি’ তো অনেক খেলাম ৷ কিন্তু এবার এই ‘ফ্যান্টা ম্যাগি’ আবার কী ? ম্যাগির মধ্যে ফ্যান্টা দিলে কি আদৌ ভালো লাগবে ? মিষ্টি মিষ্টি না কী টক টক, কীরকম খেতে হবে ? ইত্যাদি অনেক প্রশ্নই ছিল নেটিজেনদের মনে ৷
advertisement
advertisement
ফুড ইনকারনেট চ্যানেলের ভ্লগার অমর সিরোহি (Amar Sirohi) সম্প্রতি এই বিশেষ ফ্যান্টা ম্যাগি খেয়ে দেখেন ৷ সবারই ধারনা ছিল, কী না কী হবে খেতে ৷ কিন্তু অবাক করার বিষয় হল, খেতে বেশ ভালোই লাগছে এই ম্যাগি ৷ স্বাদ যথেষ্ট ভালো বলেই জানিয়েছেন ফুড ব্লগার থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই ৷  অমর সিরোহি জানান, ‘‘ আমি অবাক হচ্ছি এই ম্যাগি খাওয়ার পর ৷ খেতে বেশ ভালো এই ম্যাগি ৷ ’’
advertisement
গত ৫-৬ মাস ধরেই গাজিয়াবাদের এক রাস্তার ধারের ফুডস্টলে বানানো হচ্ছে এই ফ্যান্টা ম্যাগি ৷ যা খেয়ে প্রত্যেকেই খুশি ৷ দারুণ ভাবে বিক্রি হচ্ছে এই ম্যাগি ৷ দাম মাত্র ৩০ টাকা সঙ্গে কোল্ড ড্রিঙ্কের দাম ৷ সবমিলিয়ে পকেট ফ্রেন্ডলি নতুন রকম ম্যাগি খেয়ে খুশি প্রত্যেকেই ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fanta Maggi: ম্যাগিতে ঢালা হচ্ছে ফ্যান্টা ! বিশেষ ধরনের এই ডিশ খেতে কেমন ? দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement