হাল্কা শীত মানেই চারদিকে সানাইয়ের সুর৷ অগ্রহায়ণ মাসে বিয়ের নিমন্ত্রণ এসেই থাকে৷ আর এখন তো অতিমারির তীব্রতাও বেশ স্তিমিত৷ তাই সাজগোজ করতেই পারেন মন খুলে৷ কীভাবে সাজলে বিয়েবাড়ির মধ্যমণি হয়ে উঠবেন, তার জন্য আছে কিছু বেসিক টিপস৷ ভাল মেক আপের প্রথম এবং মূল কথা হল সঠিক ফাউন্ডেশন৷ লিকুইড ফাউন্ডেশনের কয়েক ফোঁটা মুখে, ঘাড়ে ও গলায় লাগিয়ে ব্রাশ বা স্পঞ্জ দিয়ে মিশিয়ে নিন৷ ঘরোয়া অনুষ্ঠানে যদি মাস্ক না পরতে হয়, তাহলে লিপস্টক পরতেই পারেন৷ তার আগে ঠোঁটে অবশ্যই একটু ফাউন্ডেশনের স্পর্শ দিন৷ হাইলাইটার আপনার সাজে গ্ল্যামারাস লুক যোগ করবে৷ গ্লিটারের একাধিক রকমফের বাজারে পাওয়া যায়৷ তবে অভ্যস্ত হাত না হলে হাইলাইটার দিয়ে কন্ট্যুরিং না করাই ভাল৷ এখন ‘নো মেক আপ লুক’ খুব ট্রেন্ডিং৷ তবে মনে রাখবেন না-সাজ চেহারা তৈরি করতেও অনেক বেশি সময় প্রয়োজন৷ নো মেক আপ লুকেও আপনি উজ্জ্বল লাল লিপস্টিক বা ডার্ক শেপের আইব্রো করতেই পারেন৷ লিপস্টিকের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ লিপলাইনার৷ লিপস্টিক কত ক্ষণ ঠোঁটে থাকবে, স্মাজড হবে কিনা, তার বেশিরভাগই নির্ভর করে আপনি কতটা দক্ষভাবে লিপলাইনার পরছেন, তার উপর৷ রুক্ষ চুল বশে আনার জন্য প্রয়োজন হেয়ার স্প্রে৷ কারণ চুল রুক্ষ বা এলোমেলো থাকলে সব সাজই মাটি৷ তবে আপনি যদি নিয়মিত চুলের যত্ন নেন, বা চুল যদি ময়শ্চারাইজড থাকে, তাহলে হেয়ার স্প্রে ব্যবহার না করলেও হবে৷