Viral Video: জ্যান্ত সাপ দিয়ে চুলে বেঁধে শপিংমলে গেলেন মহিলা! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral Video: মাথার চুলে বাঁধা সাপ। মহিলা এভাবেই ঘুরে বেড়ালেন শপিংমলে। ভিডিও ভাইরাল
#ভাইরাল: চুল বাঁধতে ফিতের বদলে জ্যান্ত সাপকে বেছে নিলেন এক মহিলা (a woman uses snake to tie her hair)। সম্প্রতি এমন এক ভিডিও নিয়ে শোরগোল শুরু হয়েছে ইনস্টাগ্রামে (viral video)। ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা নিজের মাথার চুলে খোপা করেছেন। তবে সেই খোপা গার্ডার , চুলের কাটা বা ফিতে দিয়ে বাঁধা নয়। বাঁধা হয়েছে একটি জ্যান্ত সাপ দিয়ে।
এভাবেই চুল বেঁধে ওই মহিলা শপিং মলে চলে গেলেন(viral video)। সেখানে তিনি মন দিয়ে কেনাকাটি করতে ব্যস্ত(a woman uses snake to tie her hair)। হঠাৎ সেখানে থাকা বাকি লোকেদের চোখ যায় মহিলার চুলে। সকলেই ভয় পেয়ে যান। এ আবার কী! চুল সাপ! প্রথমে সকলেই ভয় পেয়ে যান। কিন্তু সাপটি একটুও নড়ছিল না। ওই মহিলা সকলকে ভয় পেতে বারণ করেন। বলেন, এটি তাঁর পোষা সাপ। ওকে এভাবে থাকতে শেখানো হয়েছে। এবং মাথা থেকে ও কখনই নামবে না। তবুও বাকিদের মধ্যে ভয় থেকেই যায়। কারণ সাপকে পোষ মানানো অত সোজা নয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়।
advertisement
advertisement
advertisement
বহু মানুষ ভিডিওটি দেখেছেন(viral video)। লাইক শেয়ার করেছেন। অনেকে আবার বলেছেন, "সাপটি নিজের কাজ ভালই শিখে নিয়েছে।" আবার অনেকে বলেছেন, এভাবে পাবলিক প্লেসে যাওয়া উচিত হয়নি ওই মহিলার। তবে সমালোচনা ও আলোচনার মাঝেই এই ভিডিও এখন ভাইরাল।
advertisement
সাপকে নিয়ে নানা ভিডিও(viral video) মাঝে মধ্যেই শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি বাচ্চাকে পাইথনের সঙ্গে খেলা করতে দেখা গিয়েছিল। তাঁর মাঝেই এক মহিলা ফটোশ্যুট করতে গিয়ে সাপের ছোবল খেয়েছেন মুখে। সাপটিকেও ব্যবহার করা হচ্ছিল শ্যুটে। যা দেখে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। এমন নানা সাপের ভিডিও শেয়ার হতেই থাকে। আবার অনেক সময় সাপের অপারেশন করতেও দেখা যায়। অনেকেই সাপ খুব পছন্দ করেন। বহু দেশেই মানুষ সাপকে নিজের পোষ্য বানাতে ভালবাসেন। যার ফল মাঝে মধ্যে বেশ ভয়ানক হয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2021 4:52 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: জ্যান্ত সাপ দিয়ে চুলে বেঁধে শপিংমলে গেলেন মহিলা! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল