Viral Tea: এক কাপ চায়ে ফুটে উঠবে আপনার নাম! চা খেতে বিরাট ভিড়! তুমুল ভাইরাল

Last Updated:

Viral Tea: চায়ের দোকানে বিরাট ভিড়! সন্ধে হলেই ছুটে আসছেন সকলে! কী ঘটছে এই দোকানে? জানলে আপনিও যেতে চাইবেন

+
চায়ের

চায়ের ওপর ফুটে উঠছে নাম

মুর্শিদাবাদ: বাঙালি চা প্রেম একেবারে নেশার মতো। এক একজন আছেন ভাত-মুড়ি বাদে চা দিলেও ভাল হয় তাদের। অবশ্য চা খোর হলেও কিন্তু ভাল-মন্দ বিবেচনা করেই চা পান করেন আমবাঙালি। বাঙালির নেশার এই চা একেবারে মনের মতো না হলে সেই দোকানে দ্বিতীয় দিন পা রাখেন না। আবার যে চা খেয়ে মন জয় করে নেয়, সেই দোকানেই সকাল-সন্ধ্যা ভিড় হয়। একপ্রকার চা খোরদের জন্য ওটাই পরিণত হয় ঠেকে। তারপর চলে রাজ্য-রাজনীতি, দেশ, খেলা থেকে শুরু বড় চর্চাসভা।
চা প্রেমীদের কাছে এবার এক খনির সন্ধান নিয়ে এসেছি আমরা। আপনি কী চা প্রেমী? তাহলে জানুন জায়গাটির খোঁজ। আর পারলে হাতে সময় বের করে চলে যান চা পান করতে। ডিসেম্বরের বছর শেষে এই শীতের মরশুমে তন্দুরি চা থেকে চকলেট ও কেশর চা দেদার বিক্রি হচ্ছে ষ্টলে। চা-খোরদের জন্য এ বার বিভিন্ন রকমারি চা-তৈরি করে চলেছেন ব্যবসায়ী কৃষ্ণেন্দু বাগ। তবে বাড়তি পাওনা চায়ের ওপর নিজের পছন্দ মতো নাম ফুটে ওঠে তাহলে মন্দ কি? যা ইতি মধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।
advertisement
advertisement
বহরমপুর শহর নিবাসী কৃষ্ণেন্দু বাগ নিজস্ব আয় বৃদ্ধি করতে বহরমপুর ওয়াই এম এ মাঠে বসিয়েছেন এই চায়ের ষ্টল। তৈরি করছেন হট মিল্ক সেফ কফি, চকলেট চা থেকে কেশর চা, তন্দুরি চা। বিভিন্ন রকমের চা তৈরি করে বিক্রি করছেন চা বিক্রেতা। চা বিক্রেতা কৃষ্ণেন্দু বাগ জানান, এবছর মাটির ভাঁড়ে তন্দুরি চা থেকে কেশর চা, চকলেট চা, মালাই চা এবং বিভিন্ন রকমের চা তৈরি করে বিক্রি করা হচ্ছে। দৈনিক দুই হাজারের কাপের বেশি চা বিক্রি হয়। শুধু তাই নয় শীতের মরশুমে নলেন গুড়ের চা থেকে কেশর চা পান করছেন ক্রেতারা। বিভিন্ন রকমের চা বিক্রি করে একদিকে যেমন স্বর্নিভর হচ্ছেন ঠিক তেমনই চা পান করে মন কাড়ছেন সকলের। তবে জনপ্রিয় হয়ে উঠেছে চায়ের ওপর বিভিন্ন পছন্দের নাম ।চায়ের ওপর বিভিন্ন নাম ফুটিয়ে তুলছেন কৃষ্ণেন্দু বাগ। যা পান করতে ভিড় জমাচ্ছেন মানুষজন।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Tea: এক কাপ চায়ে ফুটে উঠবে আপনার নাম! চা খেতে বিরাট ভিড়! তুমুল ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement