Viral News: টুপিতে একাধিক ছিদ্র থাকার কারণ কী, তাকে কি বলা হয়, উত্তর অজানা অনেকের

Last Updated:

Viral News: বর্তমানে যে ক্যাপ ব্যবহার করা হয় তার একাধিক বিষয় রয়েছে যা আমাদের অজানা। তারমধ্যে অন্যতম হল টুপিতে কেন ছিদ্র থাকে ও তাকে কী বলা হয়। রইল সেই তথ্য।

কলকাতা: স্টাইল স্টেটমেন্ট হোক আর গ্রীষ্মের তীব্র দাবদাহে রোদের হাত থেকে বাঁচা। কম বেশি টুপি বা ক্যাপের ব্যবহার আমরা সকলেই করে থাকি। রাস্তা-ঘাটে ধুলো থেকে চুল বাঁচাতেও টুপির ব্যবহার করে থাকে অনেকে। স্পোর্টসম্যানদের কাছে টুপি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ক্রিকেট, গলফের মত খেলায় টুপির প্রয়োজনীয়তা রয়েছে। যত দিন এগিয়েছে টুপিও পরিবর্তিত হয়েছে। বর্তমানে যে ক্যাপ ব্যবহার করা হয় তার একাধিক বিষয় রয়েছে যা আমাদের অজানা। তারমধ্যে অন্যতম হল টুপিতে কেন ছিদ্র থাকে ও তাকে কী বলা হয়।
টুপি পরার সময় আমারা সকলেই দেখেছি তার চারপাশে একাধিক ছিদ্র বা ফুটো থাকে। শুধু ছিদ্র নয়, সেই সকল ছিদ্রের চারপাশে অনেক সময় ধাতব পাতও দেখা যায়। কিন্তু কেন দরকার পড়ে টুপিতে এই ছিদ্র। টুপি মধ্যে ছিদ্র থাকার একাধিক কারণ রয়েছে। তারমধ্যে অন্যতম প্রধান কারণ হল, টুপি অনেক সময় এমন কাপড় দিয়ে তৈরি হয় যা দিয়ে হাওয়া প্রবেশ করতে পারেনা। সেই টুপি দীর্ঘক্ষণ পরে থাকলে মাথায় হাওয়া খেলেনা। ফলে চুলের ক্ষতি হয়। ঘাম হতে থাকে। মাথার অংশ গরম হতে থাকে। যা থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা খুব বেশি।
advertisement
advertisement
আগেকার দিনে টুপিতে এই ছিদ্র থাকত না। তাই মাথা বেশি পরিমাণে ঘামত। আর ছিদ্র থাকলে গরম হওয়া বা প্রবল ঘাম হওয়া থেকে দূরে থাকা যায়। হাওয়া খেলার ফলে চুলেরও ক্ষতি হয়না। মাথার টুপিতে ঢাকা অংশ ঠান্ডাও থাকে। গরমে অস্বস্তি অনেক কম হয়। টুপিতে থাকা এই ছিদ্রগুলিকে কী বলা হয় তাও অজানা অনেকের। এই ছিদ্রগুলিকে বলা হয়ে থাকে আইলেট। স্বস্তি দেওয়ার পাশাপাশি টুপিতে চারিদিকে ফুটো থাকার আরও একটি কারণ স্টাইল স্টেটমেন্ট। যা টুপির লুকসকে আকর্ষণীয় করে তোলে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral News: টুপিতে একাধিক ছিদ্র থাকার কারণ কী, তাকে কি বলা হয়, উত্তর অজানা অনেকের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement