Vastu Tips: ভুল জুতো পরলে ঘনিয়ে আসতে পারে বিপদ; এগোবে না কেরিয়ারও! তাহলে উপায়?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Wrong Ways of Wearing Shoes: আসলে বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে, যে কোনও মানুষের পা-ই তাঁকে সাফল্যের সিঁড়িতে চড়তে সাহায্য করে। তাই পায়ের স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখলে নানা ধরনের ভাল সুযোগ আসবে এবং জীবনের অঘটনগুলোও এড়ানো যাবে।
#কলকাতা: মানবজীবনের প্রতিটি বিষয়ের সঙ্গে গ্রহ-নক্ষত্রের কোনও-না-কোনও সম্পর্ক আছে। ব্যতিক্রম নয় জুতোও। যেমন আমাদের জুতোর সঙ্গে রয়েছে শনিগ্রহের যোগ। এমনটাই মত বাস্তুবিশারদদের। এমনকী তাঁরা বলেন যে, যাঁদের উপর শনির কুপ্রভাব রয়েছে, তাঁদের সব সময় জুতো দান করা উচিত।
আসলে বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে, যে কোনও মানুষের পা-ই তাঁকে সাফল্যের সিঁড়িতে চড়তে সাহায্য করে। তাই পায়ের স্বাস্থ্যের সঠিক খেয়াল রাখলে নানা ধরনের ভাল সুযোগ আসবে এবং জীবনের অঘটনগুলোও এড়ানো যাবে।
প্রাচীন কাল থেকে বাস্তুবিশারদদের পরামর্শ, জুতো পরার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নিয়ম মানা উচিত। কারণ এর প্রভাবও পড়ে ভাগ্য এবং জীবনের উপর। দেখে নেওয়া যাক, জুতো পরার ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলা উচিত।
advertisement
advertisement
#১ চুরি করা অথবা উপহারে পাওয়া জুতো কখনওই পরা উচিত নয়। এতে নিজের লক্ষ্যে কখনওই পৌঁছনো যায় না। উল্টে ভাগ্য বিরূপ হয় এবং কেরিয়ারও এগোয় না।
#২ কোনও চাকরির ইন্টারভিউতে যাওয়ার সময় ছেঁড়া জুতো পরা উচিত নয়। এটা সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে পারে। সাফল্য রুখে দিতে পারে। তাই ভাল জুতো না-থাকলে ধার করা যায়, কিন্তু চুরি কখনওই নয়।
advertisement
#৩ বিশেষজ্ঞদের পরামর্শ, বিদ্বজ্জনেরা কর্মক্ষেত্রে বাদামি অথবা কাঠের মতো রঙের জুতো পরবেন না। এটা দুর্ভাগ্য ডেকে আনতে পারে।
#৪ ব্যাঙ্ক ও শিক্ষাক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের কর্মক্ষেত্রে কফি অথবা গাঢ় বাদামি রঙের জুতো পরে না-যাওয়াই উচিত। এতে কাজের বিঘ্ন ঘটতে পারে। এমনকী আয়ের পথও ব্যাহত হতে পারে।
#৫ স্বাস্থ্যকর্মী অথবা লোহালক্কড়ের কারবারিরা সাদা জুতো পরা থেকে বিরত থাকুন। এটা দুর্ভাগ্য বয়ে আনতে পারে এবং সম্পত্তিহানিও ঘটতে পারে।
advertisement
#৬ জল অথবা আয়ুর্বেদিক ক্ষেত্রে যাঁরা কাজ করছেন, তাঁরা নীল জুতো পরবেন না। কাপড়ের জুতো পরা থেকেও বিরত থাকতে হবে।
#৭ খাওয়ার সময় জুতো পরে থাকা ঠিক নয়। এতে জীবনে নেতিবাচকতা ঘিরে ধরে। বাইরে কোথাও খেতে গেলে জুতো খুলে খেতে বসা উচিত।
#৮ বাস্তুশাস্ত্র মতে, উত্তর-পূর্ব দিশায় কখনওই জুতো অথবা জুতোর তাক রাখা উচিত নয়। কারণ এই দিশাতেই দিনের প্রথম সূর্যরশ্মি পড়ে।
advertisement
#৯ বাস্তুশাস্ত্র মতে, ঘরের প্রবেশ দ্বারের সামনে জুতো খুলে রাখতে হবে এবং তাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তবে যদি ঘরের প্রবেশদ্বার উত্তর-পূর্ব দিশায় থাকে, তাহলে সেখানে জুতো অথবা জুতোর তাক রাখা চলবে না।
#১০ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় জুতো রাখা উচিত নয়। পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি এমনকী মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
advertisement
#১১ একটার উপর আর একটা জুতো অথবা একটা জুতোর ভিতরে আর একটা জুতো রাখা উচিত নয়। ঘরের এনার্জি নষ্ট হয় এবং পেশাগত ক্ষেত্রে বিঘ্ন আসে।
#১২ কোনও ব্যক্তির মৃত্যুর পরে তাঁর জুতো ঘরে রাখা ঠিক নয়। সেটা দান করে দেওয়া উচিত। অথবা পুড়িয়ে বা মাটি চাপা দিয়ে ফেলা উচিত। নাহলে ঘরে খারাপ প্রভাব পড়তে পারে।
advertisement
#১৩ জুতো বিছানা অথবা টেবিলে রাখা উচিত নয়। এমনকী, নতুন হলেও নয়। এতে পরিবারে মৃত্যুর খাঁড়া পর্যন্ত নেমে আসতে পারে। খাটের তলায়ও জুতো রাখা উচিত নয়। খাটের এক পাশে খুলে রাখা উচিত।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2022 2:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vastu Tips: ভুল জুতো পরলে ঘনিয়ে আসতে পারে বিপদ; এগোবে না কেরিয়ারও! তাহলে উপায়?