Valentines Day 2025: 'ভ্যালেন্টাইনস ডে'তে বাড়ির কাছেই মনভোলানো সৌন্দর্য, ভুলে যাবেন সুইৎজারল্যান্ড-নিউজিল্যান্ড
- Published by:Rukmini Mazumder
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
রাঁচির খুব কাছেই অবস্থিত উপত্যকাগুলি ভ্যালেন্টাইনস ডে-র জন্য পারফেক্ট
কলকাতা: কোনও কাফেতে সফেন উষ্ণ লাভ সাইন আঁকা কফির কাপে চুমুক? ও তো আসন্ন ভ্যালেন্টাইনস ডে-তে প্রায় সব জুটিই করবে। তাহলে ক্যান্ডেল লাইট ডিনার? ওতেই বা আর কী এমন নতুনত্ব রয়েছে! মুভি ডেট? সেও তো বছরভর চলে। এবারের ভ্যালেন্টাইনস ডে হোক একেবারে আলাদা! ১৪ ফেব্রুয়ারি এই বছর শুক্রবারে পড়েছে। একটা ছুটি নিয়ে বেরিয়ে পড়লেই হল।
রাঁচির খুব কাছেই অবস্থিত উপত্যকাগুলি ভ্যালেন্টাইনস ডে-র জন্য পারফেক্ট। পাত্রাতু উপত্যকার হৃদয় আকৃতির দৃশ্য এবং সুন্দর রোড ট্রিপ যে কোনও ভ্রমণ স্মরণীয় করে তুলতে পারে। মাসমোহনা ট্রেকে সুন্দর জলপ্রপাত এবং সূর্যাস্ত-সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে, যা সুইৎজারল্যান্ড এবং নিউজিল্যান্ডের দৃশ্যকে বলে বলে গোল দিতে পারে। এই রোম্যান্টিক ডেস্টিনেশন ভ্যালেন্টাইনস ডে-র জন্য একেবারে উপযুক্ত।
advertisement
আগামী মাসের ১৪ ফেব্রুয়ারি আসছে ভ্যালেন্টাইনস ডে। দিনটিকে স্মরণীয় করে রাখতে, এখন থেকেই যে কেউ রোম্যান্টিক ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই রোম্যান্টিক ভ্রমণের জন্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি বেছে নিতে পারেন। পাত্রাতু উপত্যকায় রয়েছে হৃদয় আকৃতির উপত্যকা, সেই রোড ট্রিপ মোহময়। এখানকার রাস্তাটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যায় এবং খুব সুন্দর। নিজের মনের মানুষকে ভ্যালেন্টাইসন ডে-র সারপ্রাইজ দিতে এবং একান্তে কিছুটা সময় কাটতে এই জায়গাটি হয়ে উঠতে পারে সেরার সেরা পছন্দ।
advertisement
advertisement
পাত্রাতু উপত্যকায় কপোত-কপোতিরা তাঁদের ভালবাসা প্রকাশ করে। সারা ভারতে এটি অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এছাড়াও, পাত্রাতু থেকে রামগড়ের দিকে কমপক্ষে ২০ কিলোমিটার যাওয়া যেতে পারে, যেখানে মাসমোহনা ট্রেক পাওয়া যাবে।
এখানে আসার পর যে কেউ সুইৎজারল্যান্ড এবং নিউজিল্যান্ড ভুলে যেতে পারে। এখানে চার-পাঁচটি জলপ্রপাতও দেখতে পাওয়া যায়। এখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয়ের দৃশ্য মনোমুগ্ধকর।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 3:26 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day 2025: 'ভ্যালেন্টাইনস ডে'তে বাড়ির কাছেই মনভোলানো সৌন্দর্য, ভুলে যাবেন সুইৎজারল্যান্ড-নিউজিল্যান্ড