Valentine Day 2023: ভিড়ে বেরোতে মন চাইছে না? ভ্যালেনটাইনস ডে-তে ভালোবাসার রঙে অন্দরমহল রাঙিয়ে চমকে দিন প্রেয়সীকে!
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
অনেকেই ভিড় এড়াতে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে চান৷ দেখে নেওয়া যাক, ভালোবাসার উৎসবে সহজেই কীভাবে নিজের ঘরটাকে সাজানো যায়।
কলকাতা: শুরু হয়ে যাচ্ছে ভ্যালেনটাইনস উইক। ফলে চারিদিক সাজো-সাজো রব। ভালোবাসার রঙে সেজে উঠছে শপিং মল, রেস্তোরাঁ, কাফেগুলি। আসতে শুরু করেছে ভ্যালেনটাইনস উইক স্পেশাল অফারও। ফলে ওই সময় বিভিন্ন জায়গায় প্রচুর ভিড় হবে। অনেকেই ভিড় এড়াতে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে চান। আর তার জন্য তো ভালোবাসার রঙে নিজের বাড়ির অন্দরমহলটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। দেখে নেওয়া যাক, ভালোবাসার উৎসবে সহজেই কীভাবে নিজের ঘরটাকে সাজানো যায়।
বেলুন-ফুল ব্যবহার করতে হবে:
প্রেম দিবসে ঘর সাজানোর উপকরণ হিসেবে বেলুন আর ফুল কিন্তু মাস্ট। ভালোবাসার রঙ তো লাল, তাই লাল-সাদা বেলুন এবং লাল-সাদা গোলাপে সাজিয়ে নেওয়া যেতে পারে নিজের ঘর। শুধু তা-ই নয়, উজ্জ্বল লাল বেলুন এবং লাল গোলাপ দিয়েও ডেকোরেশন করা যেতে পারে। তবে আজকাল অনেকেই প্যাস্টেল থিম বেছে নিচ্ছেন। ফলে বেলুন আর গোলাপের ক্ষেত্রে সামঞ্জস্য রেখে প্যাস্টেল রঙ বেছে নিতে হবে। মনের মানুষের যদি অন্য রকম রঙ পছন্দ হয়, তাহলে পিচ পিঙ্ক, পার্পল এবং রোজ পিঙ্কের মতো রঙও বেছে নিতে হবে।
advertisement
advertisement
ওয়াল হ্যাঙ্গিং:
এই সময় অন্দরমহল সাজানোর জন্য ওয়াল হ্যাঙ্গিংও ঝোলানো যেতে পারে। আর ওয়াল হ্যাঙ্গিং সৌন্দর্যে একটা আলাদা মাত্রা যোগ করে। ডেকোরেশন থিমের সঙ্গে সাযুজ্য রেখে কিছু ওয়াল হ্যাঙ্গিংও টাঙিয়ে নিতে পারেন যে কেউ, যাতে লেখা থাকবে ভালোবাসার কথা।
ছবির ফ্রেম:
প্রেম দিবসে ঘর সাজানোর জন্য আমরা বেছে নিতে পারেন কিছু ছবির ফ্রেম। সাদা রঙের ফ্রেম বেছে নিয়ে তাতে নিজের মনের মানুষের সঙ্গে তোলা বিশেষ মুহূর্তের ছবি আটকে নিতে পারেন যে কেউ। এতে সবারই ভাল লাগবে এবং মনটাও ফুরফুরে হয়ে যাবে।
advertisement
ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে দিতে হবে আলো:
ঘরের কোণেই যেন বেশি অন্ধকার মিশে থাকে। তাই ঘরের কোণগুলিকেও ভরিয়ে দিতে হবে সুন্দর আলোর মালায়। বাজারে আজকাল নানা ধরনের আলো পাওয়া যায়। আর সেই আলো দিয়েই সাজিয়ে তুলতে হবে ঘরটাকে।
সুগন্ধী মোমবাতি:
ভ্যালেনটাইনস ডে-তে ঘর সাজানো মোমবাতি ছাড়া অসম্পূর্ণই। তাই কিছু সুগন্ধী মোমবাতি নিতে হবে। আর সেগুলি ঘরের চারপাশে সাজিয়ে দিতে হবে। আর ছড়িয়ে দিতে হবে কিছু গোলাপের পাপড়ি। একটি নকশা কাটা কাচ কিংবা কোনও ধাতুর পাত্রে জল নিয়ে তাতে ভাসিয়ে দিতে হবে সেন্টেড ফ্লোটিং ক্যান্ডেল। তার মধ্যেও কিছু গোলাপের পাপড়ি ছড়িয়ে নেওয়া যেতে পারে। ঘরে সুগন্ধ যাতে ছড়িয়ে পড়ে, তার জন্য রাখা যেতে পারে ডিফিউজার এবং পপ্পৌরি।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2023 4:17 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine Day 2023: ভিড়ে বেরোতে মন চাইছে না? ভ্যালেনটাইনস ডে-তে ভালোবাসার রঙে অন্দরমহল রাঙিয়ে চমকে দিন প্রেয়সীকে!