Valentine's Day Gift Idea: প্রেম দিবসে এই জিনিস উপহার দিন! ভালবাসা বেঁচে থাকবে আজীবন

Last Updated:

Valentine's Day Gift: এই উপহারেই লুকিয়ে আছে প্রেমের চাবিকাঠি! এই উপহার দিলেই আপনার প্রেম বেঁচে থাকবে! জানুন

+
গোলাপের

গোলাপের গাছ

পশ্চিম মেদিনীপুর: ভালবাসা বাড়ে ব্যবহারে, উপহারে নয়। তবে বছরে সাতটা দিন ভালবাসার সপ্তাহ হিসেবে পালন করা হয়। এই দিনগুলোতে ভালবাসার মানুষকে নানান ধরনের উপহার দিতে পছন্দ করেন প্রত্যেকে। যাদের মধ্যে প্রধান এবং অন্যতম গোলাপ। তবে সম্প্রতি গোলাপ নয় বরং প্রেমিকাকে গোলাপের গাছ উপহার দিচ্ছেন প্রেমিকেরা। শুধু এই সাতটি দিন নয়, বছরে যেকোনও সময় প্রিয়জনকে উপহার দেওয়া হয় গোলাপের গাছ। ৭ফেব্রুয়ারি থেকে ১৪ফেব্রুয়ারি, চলছে ভালবাসার সপ্তাহ উদযাপন।
এই ভালবাসার সপ্তাহে বিক্রি বেড়েছে গোলাপ ফুলের গাছের। বিভিন্ন প্রজাতির গোলাপ ফুলের গাছ কিনছেন ক্রেতারা, বিক্রিও হচ্ছে বেশ।পশ্চিম মেদিনীপুরের জকপুর, এই এলাকা বিখ্যাত গোলাপের জন্য। গোলাপের সাম্রাজ্য বলা হয় জকপুরকে। বেশ কয়েক বছর ধরেই এখানে এক ব্যক্তি বেশ কয়েক হাজার প্রজাতির গোলাপের চাষ করেছেন। বিশাল আয়তন জায়গা জুড়ে শুধুই বিভিন্ন প্রজাতির ও বিভিন্ন রঙের গোলাপের গাছ। ফুল নয়, বরং এখানে বিক্রি হয় গোলাপের চারা।
advertisement
advertisement
ভালবাসার সপ্তাহেও গোলাপের চারা বিক্রির চাহিদা বেড়েছে। বিভিন্ন রঙের, বিভিন্ন প্রজাতির চারা গাছ কিনছেন সকলে। প্রসঙ্গত, ভালবাসার এই সপ্তাহ উদযাপন উপলক্ষে বাজারে গোলাপের চাহিদা যেমন থাকে তেমনইদামও থাকে বেশ। স্বাভাবিকভাবে সেই টাকায় পাওয়া যায় গোলাপের চারা। বিভিন্ন ভ্যারাইটির গোলাপের চারা পাওয়া যায় এই নার্সারিতে। মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই গোলাপের চারা বিক্রির চাহিদা বেশি।ভ্যালেনটাইন্স ডে উপলক্ষেও চারা গাছ বিক্রির চাহিদা বেশ।স্বাভাবিকভাবে সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মানুষের রুচি। প্রিয় মানুষকে শুধু গোলাপ দেওয়া নয় সঙ্গে দেওয়া হচ্ছে গোলাপের গাছ। যা সযত্নে লালন-পালন করবে, বেঁচে থাকবে ভালবাসার প্রতীক।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Day Gift Idea: প্রেম দিবসে এই জিনিস উপহার দিন! ভালবাসা বেঁচে থাকবে আজীবন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement