Valentine's Day 2022: রিয়েল-লাইফ দম্পতিদের গল্পে ভরে উঠেছে ট্যুইটার! ট্রেন্ড হচ্ছে WeMetOnTwitter হ্যাশট্যাগ
- Published by:Debalina Datta
Last Updated:
এ বছর ভ্যালেন্টাইনস ডে-র (Valentine's Day 2022) আগে তাই অনেক রিয়েল-লাইফ দম্পতি (Couple) তাঁদের প্রেমের গল্প (Love story) শেয়ার করতে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ ‘WeMetOnTwitter’। ২০২০ সালের তুলনায় এ বছর প্রায় ৩৭০ শতাংশ বেশি ট্যুইট হয়েছে এই হ্যাশট্যাগ ব্যবহার করে।
#নয়াদিল্লি: টুইট্যার (Twitter) কিন্তু এখন মনের মানুষকে খুঁজে পাওয়ার এক দুর্দান্ত ঠিকানা হয়ে উঠেছে। এ বছর ভ্যালেন্টাইনস ডে-র (Valentine's Day 2022) আগে তাই অনেক রিয়েল-লাইফ দম্পতি (Couple) তাঁদের প্রেমের গল্প (Love story) শেয়ার করতে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ ‘WeMetOnTwitter’। সবাইকে অবাক করে দিয়ে ক্রমাগত বেড়েই চলেছে এই ট্রেন্ডিং হ্যাশট্যাগটি। প্রেস নোটে একটি সংস্থা বলছে যে #WeMetOnTwitter হ্যাশট্যাগ ব্যবহারের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ভারতে এবং ২০২০ সালের তুলনায় এ বছর প্রায় ৩৭০ শতাংশ বেশি ট্যুইট (Twitter) হয়েছে এই হ্যাশট্যাগ ব্যবহার করে। শুধু তাই নয়, প্ল্যাটফর্মটি ইতিমধ্যে কথোপকথনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, মাত্র এক মাসেই (জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০২২) হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে প্রায় ২৮ শতাংশ।
এই ভালোবাসা দিবসে, আমরা কিছু রিয়েল-লাইফ দম্পতিদের (Couple) প্রেমের গল্প (Love story) নিয়ে হাজির হয়েছি যাঁরা ট্যুইটারের মাধ্যমে তাঁদের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন।
advertisement
১. ক্রিকেটপ্রেমী সমীর আল্লানা (@HitmanCricket) তাঁর মনের মতো মানুষকে খুঁজে নিয়েছেন ট্যুইটারে, সানা শরিফ (@SanaShariffHai) নামে সমীরের প্রেমিকা পেশায় একজন ডেন্টিস্ট। ২০২১ সালের জানুয়ারিতে এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
advertisement
To infinity and beyond 💞#WeMetOnTwitter pic.twitter.com/rvhrcc9wD3
— Sameer Allana (@HitmanCricket) January 17, 2021
২. @daffahojaosare ২০২২ সালের ফেব্রুয়ারিতে ট্যুইটারে একে অপরের সঙ্গে ই-মিটিং করার পরে একটি ছবি শেয়ার করেছেন। কথা একটি ছবি শেয়ার করে নিজেদের আবেগঘণ মুহূর্তকে বন্দী করে রাখতে চেয়েছেন। তিনি শেয়ার করে লিখেছেন- হ্যাপি বার্থডে লাভ!
advertisement
Happy Birthday Love ❤️✨@ZAIN17_ #WeMetOnTwitter pic.twitter.com/iojxCO4YWu
— 𝒦𝒶𝓉𝒽𝒶 ♡ (@daffahojaosare) February 6, 2022
৩. পেশায় শিল্পী সিফ (@sifofftherocker) তাঁর জীবনসঙ্গী @sadboihoursonly- সঙ্গে তাঁদের প্রথম সাক্ষাতের ছবি শেয়ার করেছেন। ২০২১ সালের নভেম্বরের ট্যুইটারে একটি ছবি শেয়ার করে পুরনো প্রেমের স্মৃতি রোমন্থন করেছেন।
advertisement
to say that i love you isn’t enough. #WeMetOnTwitter pic.twitter.com/502ydGOcYb
— the great depression (@sadboihoursonly) November 29, 2021
৪. শুধু দম্পতিরাই নয়, অনেকেই কিন্তু প্ল্যাটফর্মে সমমনা বন্ধুদেরও খুঁজে পেয়েছেন।
— Twitter India (@TwitterIndia) February 13, 2022
advertisement
৫. পেশায় একজন শিল্পী রনিন (@প্রিয়ন্তন_) দীর্ঘ তিন বছর আগে তাঁর বর্তমান প্রেমিকার সঙ্গে ই-মিটিং করার পর ২০১৮-তে ফেব্রুয়ারি মাসে নিজেদের বাগদান পর্ব সম্পন্ন করেছেন। রনিন এক পোস্ট শেয়ার করে লিখছেন, “৩ বছর আগে এক ডিএম দিয়ে শুরু হয়েছিল আমাদের প্রেমপর্ব। কিন্তু ব্যক্তিগতভাবে দেখা করার জন্য আমাদের দেড় বছর অপেক্ষা করতে হয়েছিল। অবশেষ আমার ২৫তম জন্মদিনে আমাদের প্রথম সাক্ষাৎ হয়। আগামী বছরই আমরা বিয়ে করব বলে ঠিক করেছি।"
advertisement
It started with a DM over 3 years ago. We then waited 1.5 years to finally meet in person. First met on my 25th birthday (her gift on the left). Now engaged to be married next year (seconds before I proposed on the right) ❤#WeMetOnTwitter pic.twitter.com/xXhO8DzukP
— Ronin (@priyanthan_) February 14, 2018
advertisement
এ বছর ভ্যালেন্টাইনস ডে-র (Valentine's Day 2022) আগে তাই অনেক রিয়েল-লাইফ দম্পতি (Couple) তাঁদের প্রেমের গল্প (Love story) শেয়ার করতে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ ‘WeMetOnTwitter’। সবাইকে অবাক করে দিয়ে ক্রমাগত বেড়েই চলেছে এই ট্রেন্ডিং হ্যাশট্যাগটি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2022 11:34 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Day 2022: রিয়েল-লাইফ দম্পতিদের গল্পে ভরে উঠেছে ট্যুইটার! ট্রেন্ড হচ্ছে WeMetOnTwitter হ্যাশট্যাগ