Using phone on the toilet: বাথরুমেও সঙ্গী ফোন! জানেন কত বড় সর্বনাশ করছেন? সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
অনেকেই বাথরুমে ফোন দেখাকে খুব স্বাভাবিক বলে মনে করেন৷ কিন্তু জানেন কি এই সাধারণ অভ্যাস ডেকে আনছে বড় বিপদ। বারণ করছেন ডাক্তাররা।
আধুনিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে স্মার্টফোন৷ খাওয়ার টেবিল থেকে বাথরুম, সব জায়গার সঙ্গী মুঠোফোন৷ অনেকেই বাথরুমে ফোন দেখাকে খুব স্বাভাবিক বলে মনে করেন৷ কিন্তু জানেন কি এই সাধারণ অভ্যাস ডেকে আনছে বড় বিপদ। বারণ করছেন ডাক্তাররা।
ড: সৌরভ শেঠি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন বাথরুমে ফোন ব্যবহার করলে বিভিন্ন ধরণের শারীরিক সমস্যা বাড়তে পারে৷ ফোনকে বাথরুমে সঙ্গী করলে হতে পারে অর্শ৷
advertisement
ওয়াই ক্লিনিক্যাল অফ বারিয়েট্রিক এন্ড জিআই সার্জারির ডিরেক্টর ড: কৃষ্ণমোহনও বাথরুমে ফোন ব্যবহার করার বিভিন্ন অপকারীতা সম্পর্কে জানালেন৷ মলত্যাগের সময় ফোন ব্যবহার করলে অর্শ্ব বা পাইলস্ -এর মতো সমস্যা দেখা যেতে পারে৷ এর ফলে মলত্যাগে সমস্যা, মলদ্বারে ব্যথা, ফুলে যাওয়া-সহ একাধিক সমস্যা দেখা য়ায়৷
advertisement
ঠিক কী কী কারণে টয়লেটে ফোন ব্যবহার করা উচিত নয়, জানালেন ড: কৃষ্ণমোহন৷
অনেকক্ষণ বসে থাকা
মন যদি ফোনে থাকে, তবে বাথরুমে বেশিক্ষণ ধরে বসে থাকার সময়সীমা বেড়ে যায়৷ যা রেকটাল এরিয়ায় শিরার ওপর চাপ বাড়াতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে হেমোরয়েড বা অর্শরোগের সমস্যা দেখা দিতে পারে৷ এমনকি হজমের সমস্যাও দেখা দিতে পারে৷
advertisement
স্ট্রেনিং
ফোন দেখতে থাকলে মন বিক্ষিপ্ত হয়ে যায়৷ ফলে মলত্যাগেও সমস্যা দেখা যায়৷ মলত্যাগ ঠিকঠাক না হলে স্ট্রেনিংয়ের সমস্যা হয়৷
ফোনের দিকে মন থাকলে অনেক সময় সঠিক ভাবে বসা হয় না৷ অর্থাৎ বসার ভঙ্গিতে সমস্যা থেকে যায়৷ টয়লেটে বসার পোজ বা ভঙ্গির সমস্যাও মলত্যাগে বিভিন্ন সমস্যা ডেকে আনতে পারে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 6:07 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Using phone on the toilet: বাথরুমেও সঙ্গী ফোন! জানেন কত বড় সর্বনাশ করছেন? সতর্ক করলেন বিশেষজ্ঞরা