Using phone on the toilet: বাথরুমেও সঙ্গী ফোন! জানেন কত বড় সর্বনাশ করছেন? সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Last Updated:

অনেকেই বাথরুমে ফোন দেখাকে খুব স্বাভাবিক বলে মনে করেন৷ কিন্তু জানেন কি এই সাধারণ অভ্যাস ডেকে আনছে বড় বিপদ। বারণ করছেন ডাক্তাররা।

বাথরুমেও সঙ্গী ফোন! জানেন কত বড় সর্বনাশ করছেন? সতর্ক করলেন বিশেষজ্ঞরা
বাথরুমেও সঙ্গী ফোন! জানেন কত বড় সর্বনাশ করছেন? সতর্ক করলেন বিশেষজ্ঞরা
আধুনিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে স্মার্টফোন৷ খাওয়ার টেবিল থেকে বাথরুম, সব জায়গার সঙ্গী মুঠোফোন৷ অনেকেই বাথরুমে ফোন দেখাকে খুব স্বাভাবিক বলে মনে করেন৷ কিন্তু জানেন কি এই সাধারণ অভ্যাস ডেকে আনছে বড় বিপদ। বারণ করছেন ডাক্তাররা।
ড: সৌরভ শেঠি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন বাথরুমে ফোন ব্যবহার করলে বিভিন্ন ধরণের শারীরিক সমস্যা বাড়তে পারে৷ ফোনকে বাথরুমে সঙ্গী করলে হতে পারে অর্শ৷
advertisement
ওয়াই ক্লিনিক্যাল অফ বারিয়েট্রিক এন্ড জিআই সার্জারির ডিরেক্টর ড: কৃষ্ণমোহনও বাথরুমে ফোন ব্যবহার করার বিভিন্ন অপকারীতা সম্পর্কে জানালেন৷ মলত্যাগের সময় ফোন ব্যবহার করলে অর্শ্ব বা পাইলস্ -এর মতো সমস্যা দেখা যেতে পারে৷ এর ফলে মলত্যাগে সমস্যা, মলদ্বারে ব্যথা, ফুলে যাওয়া-সহ একাধিক সমস্যা দেখা য়ায়৷
advertisement
ঠিক কী কী কারণে টয়লেটে ফোন ব্যবহার করা উচিত নয়, জানালেন ড: কৃষ্ণমোহন৷
অনেকক্ষণ বসে থাকা
মন যদি ফোনে থাকে, তবে বাথরুমে বেশিক্ষণ ধরে বসে থাকার সময়সীমা বেড়ে যায়৷ যা রেকটাল এরিয়ায় শিরার ওপর চাপ বাড়াতে পারে। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে হেমোরয়েড বা অর্শরোগের সমস্যা দেখা দিতে পারে৷ এমনকি হজমের সমস্যাও দেখা দিতে পারে৷
advertisement
স্ট্রেনিং
ফোন দেখতে থাকলে মন বিক্ষিপ্ত হয়ে যায়৷ ফলে মলত্যাগেও সমস্যা দেখা যায়৷ মলত্যাগ ঠিকঠাক না হলে স্ট্রেনিংয়ের সমস্যা হয়৷
ফোনের দিকে মন থাকলে অনেক সময় সঠিক ভাবে বসা হয় না৷ অর্থাৎ বসার ভঙ্গিতে সমস্যা থেকে যায়৷ টয়লেটে বসার পোজ বা ভঙ্গির সমস্যাও মলত্যাগে বিভিন্ন সমস্যা ডেকে আনতে পারে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Using phone on the toilet: বাথরুমেও সঙ্গী ফোন! জানেন কত বড় সর্বনাশ করছেন? সতর্ক করলেন বিশেষজ্ঞরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement