3 Houses for just Rs 270: অবিশ্বাস্য! ৩ টি বাড়ি বিক্রি হল মাত্র ২৭০ টাকায়! কোথায়, জানুন বিশদে

Last Updated:

3 Houses for just Rs 270: ভাইরাল রাবিয়া ড্যানিয়েলসের চমকপ্রদ অভিজ্ঞতা৷ ক্যালিফর্নিয়ার এই বাসিন্দা এখন তিনটি বাড়ির মালিক

নেট মাধ্যমে এখন ভাইরাল রাবিয়া ড্যানিয়েলসের চমকপ্রদ অভিজ্ঞতা
নেট মাধ্যমে এখন ভাইরাল রাবিয়া ড্যানিয়েলসের চমকপ্রদ অভিজ্ঞতা
সিসিলি বিজ্ঞাপনী চমক বা মিথ্যা প্রচার নয়৷ সত্যিই এক মার্কিন মহিলা তিনটি বাড়ি কিনেছেন ৩ ডলারে৷ ভারতীয় মুদ্রায় ২৭০ টাকায়৷ নেট মাধ্যমে এখন ভাইরাল রাবিয়া ড্যানিয়েলসের চমকপ্রদ অভিজ্ঞতা৷ ক্যালিফর্নিয়ার এই বাসিন্দা এখন তিনটি বাড়ির মালিক৷ ইতালির সিসিলি প্রদেশের ছোট্ট গ্রাম মুস্সোমেলিতে তিনটি পরিত্যক্ত বাড়ি তিনি কিনেছেন মাত্র ৩ ডলারে৷ প্রসঙ্গত গত কয়েক দশক ধরে মুস্সোমেলির জনসংখ্যা দ্রুত হারে কমছে৷ সেইসঙ্গে পাল্লা দিয়ে কমছে ভূসম্পত্তির দামও৷ রাবিয়া একা নন৷ আরও অনেকেই জলের দরে বাড়ির মালিক হয়েছেন ইতালিতে৷
একই অবস্থা ভূমধ্যসাগরের পাশে ইতালির আর এক শহর সাম্বুকার৷ বালুকাবেলায় সাজানো এই শহরে কয়েক ডজন বাড়ি মাত্র ১ ডলারে বিকিয়ে গিয়েছে৷ সেখানেও কারণ জনসংখ্যার হ্রাস৷ দক্ষিণ পশ্চিম ইতালির আর এক শহরে তো এক পেয়ালা
advertisement
কফির চেয়েও কম দামে মিলছে আস্ত বাড়ি৷ প্রথমে প্রচুর ক্রেতা থাকলেও পরে তাঁরা পিছিয়ে আসেন৷ কারণ বাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় ছিল আকাশছোঁয়া৷
advertisement
advertisement
৪৯ বছর বয়সি রাবিয়ার হালও একই৷ আদতে ব্রাজিলের যুবতী ৩ ডলারে ৩ টি বাড়ি কিনেছেন বটে৷ কিন্তু রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থব্যয়ের মুখোমুখি তিনি৷ সোলার ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দিন চাকরি করা এই রাবিয়া ২০১৯ সালে প্রথম বার ইতালির এই বাড়িগুলির কথা জানতে পারেন৷
আরও পড়ুন :  ২৫ বছরের দাম্পত্যে ইতি আগেই, প্রেমিকার সঙ্গে বাগদান অ্যামাজন প্রতিষ্ঠাতা ৪ সন্তানের বাবা জেফ বেজোসের, শীঘ্রই বিয়ে ধনকুবেরের
তার পর বিস্তর খোঁজখবর করে কিনে নেন এই ভূসম্পত্তি৷ বলেছেন, খোঁজখবর নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নিতে দেরি করেননি৷ তিন দিনের মধ্যে ফ্লাইটের টিকিট কেটে, ভাড়ার গাড়ি ও হোটেল ঠিক করে তিনি আমেরিকার ক্যালিফর্নিয়া থেকে চলে আসেন ইতালির সিসিলিতে৷ যে সংস্থার মধ্যস্থতায় তিনি বাড়ি তিনটি কিনেছেন, তার নাম ‘কেস ১ ইউরো’৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
3 Houses for just Rs 270: অবিশ্বাস্য! ৩ টি বাড়ি বিক্রি হল মাত্র ২৭০ টাকায়! কোথায়, জানুন বিশদে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement