3 Houses for just Rs 270: অবিশ্বাস্য! ৩ টি বাড়ি বিক্রি হল মাত্র ২৭০ টাকায়! কোথায়, জানুন বিশদে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
3 Houses for just Rs 270: ভাইরাল রাবিয়া ড্যানিয়েলসের চমকপ্রদ অভিজ্ঞতা৷ ক্যালিফর্নিয়ার এই বাসিন্দা এখন তিনটি বাড়ির মালিক
সিসিলি বিজ্ঞাপনী চমক বা মিথ্যা প্রচার নয়৷ সত্যিই এক মার্কিন মহিলা তিনটি বাড়ি কিনেছেন ৩ ডলারে৷ ভারতীয় মুদ্রায় ২৭০ টাকায়৷ নেট মাধ্যমে এখন ভাইরাল রাবিয়া ড্যানিয়েলসের চমকপ্রদ অভিজ্ঞতা৷ ক্যালিফর্নিয়ার এই বাসিন্দা এখন তিনটি বাড়ির মালিক৷ ইতালির সিসিলি প্রদেশের ছোট্ট গ্রাম মুস্সোমেলিতে তিনটি পরিত্যক্ত বাড়ি তিনি কিনেছেন মাত্র ৩ ডলারে৷ প্রসঙ্গত গত কয়েক দশক ধরে মুস্সোমেলির জনসংখ্যা দ্রুত হারে কমছে৷ সেইসঙ্গে পাল্লা দিয়ে কমছে ভূসম্পত্তির দামও৷ রাবিয়া একা নন৷ আরও অনেকেই জলের দরে বাড়ির মালিক হয়েছেন ইতালিতে৷
একই অবস্থা ভূমধ্যসাগরের পাশে ইতালির আর এক শহর সাম্বুকার৷ বালুকাবেলায় সাজানো এই শহরে কয়েক ডজন বাড়ি মাত্র ১ ডলারে বিকিয়ে গিয়েছে৷ সেখানেও কারণ জনসংখ্যার হ্রাস৷ দক্ষিণ পশ্চিম ইতালির আর এক শহরে তো এক পেয়ালা
advertisement
কফির চেয়েও কম দামে মিলছে আস্ত বাড়ি৷ প্রথমে প্রচুর ক্রেতা থাকলেও পরে তাঁরা পিছিয়ে আসেন৷ কারণ বাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় ছিল আকাশছোঁয়া৷
advertisement
advertisement
৪৯ বছর বয়সি রাবিয়ার হালও একই৷ আদতে ব্রাজিলের যুবতী ৩ ডলারে ৩ টি বাড়ি কিনেছেন বটে৷ কিন্তু রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থব্যয়ের মুখোমুখি তিনি৷ সোলার ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দিন চাকরি করা এই রাবিয়া ২০১৯ সালে প্রথম বার ইতালির এই বাড়িগুলির কথা জানতে পারেন৷
আরও পড়ুন : ২৫ বছরের দাম্পত্যে ইতি আগেই, প্রেমিকার সঙ্গে বাগদান অ্যামাজন প্রতিষ্ঠাতা ৪ সন্তানের বাবা জেফ বেজোসের, শীঘ্রই বিয়ে ধনকুবেরের
তার পর বিস্তর খোঁজখবর করে কিনে নেন এই ভূসম্পত্তি৷ বলেছেন, খোঁজখবর নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নিতে দেরি করেননি৷ তিন দিনের মধ্যে ফ্লাইটের টিকিট কেটে, ভাড়ার গাড়ি ও হোটেল ঠিক করে তিনি আমেরিকার ক্যালিফর্নিয়া থেকে চলে আসেন ইতালির সিসিলিতে৷ যে সংস্থার মধ্যস্থতায় তিনি বাড়ি তিনটি কিনেছেন, তার নাম ‘কেস ১ ইউরো’৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 12:40 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
3 Houses for just Rs 270: অবিশ্বাস্য! ৩ টি বাড়ি বিক্রি হল মাত্র ২৭০ টাকায়! কোথায়, জানুন বিশদে