Bizarre: ঘটক চাই! ঘটকালি করে মনের মতো জীবনসঙ্গী খুঁজে দিলেই এই সুন্দরী দেবেন ৪ লক্ষের বেশি টাকা!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bizarre: কেউ তাঁকে মনের মতো জীবনসঙ্গী খুঁজে দিলেই তিনি তাঁকে ওই অর্থ দেবেন। অর্থাৎ ওটা তাঁর ঘটকালির পারিশ্রমিক!
একাকী জীবন একঘেয়ে হয়ে গিয়েছে। মার্কিন সুন্দরী এ বার বিয়ে করতে চান। সেজন্য তিনি ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছেন। ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ১০ হাজার ৪৬২ টাকা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, লস অ্যাঞ্জেলসের ৩৫ বছর বয়সি ইভ টিলে কোলসন পেশায় কর্পোরেট লিটিগেশন অ্যাটর্নি। তিনি সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন কেউ তাঁকে মনের মতো জীবনসঙ্গী খুঁজে দিলেই তিনি তাঁকে ওই অর্থ দেবেন। অর্থাৎ ওটা তাঁর ঘটকালির পারিশ্রমিক!
এর আগে কোলসন এই ডিল করেছেন তাঁর পরিজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে৷ কিন্তু এ বার তিনি নেটিজেনদের মধ্যে ছড়িয়ে দিলেন তাঁর বার্তা৷ তাঁর কথায়, ‘‘অফার হল যদি আপনি আমাকে আমার হবু স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দেন, তাহলে আমি আপনাকে ৫ হাজার ডলার দেব৷ তবে আমি বেশি দিন আপনার সঙ্গে থাকব না৷ আমি ২০ বছরে আপনাকে ডিভোর্স করে দিতে পারি৷ তাতে কিছু যায় আসে না৷ তবে সত্যি যদি আমাকে হবু জীবনসঙ্গীর সঙ্গে আলাপ করিয়ে দিতে পারেন, তাহলে ৫ হাজার ডলার আমি দেব৷’’
advertisement
কোভিডের পর থেকে প্রেমের রসায়নে পরিবর্তন এসেছে বলে ধারণা কোলসনের৷ তাঁর ধারণা, সরাসরি প্রোপোজ করার বদলে যুবকরা এখন ডেটিং অ্যাপসের সাহায্য নেন৷ তবে ডেটিং অ্যাপে গিয়ে তাঁর অভিজ্ঞতা ভাল নয়৷ তাঁর মনে হয়েছে অ্যাপে যাঁরা থাকেন তাঁরা সময় কাটাতে চান নিছক৷ সারা জীবন কাটাতে আগ্রহী নন৷ কিন্তু তিনি চান এমন কাউকে, যিনি সারা জীবন কাটাবেন তাঁর সঙ্গে৷
advertisement
advertisement
কীরকম পাত্র চান তিনি, সেটাও জানিয়েছেন কোলসন৷ হবু স্বামীর বয়স হতে হবে ২৭ থেকে ৪০ বছর৷ উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১১ ইঞ্চি৷ থাকতে হবে বুদ্ধিদীপ্ত ব্রিটিশ সেন্স অব হিউমর৷ তাঁকে আগ্রহী হতে হবে স্পোর্টস, খেলাধুলো এবং সন্তাপালনে৷ লং ডিস্ট্যান্স সম্পর্কেও আপত্তি নেই তাঁর৷
তবে ঘটকালিতে পরিচয় করিয়ে দিলেই হবে না৷ সেই যুবককে বিয়ে করতে হবে আগে৷ বিয়ের শংসাপত্র স্বাক্ষরিত হওয়ার পরই ‘ঘটক’ পাবেন ঘটকালির পারিশ্রমিক৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 5:30 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bizarre: ঘটক চাই! ঘটকালি করে মনের মতো জীবনসঙ্গী খুঁজে দিলেই এই সুন্দরী দেবেন ৪ লক্ষের বেশি টাকা!