Xenotransplantation: বিশ্বে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তাঁর দেহে প্রতিস্থাপিত শূকরের হৃদযন্ত্র, সুস্থ হয়েও হার মানলেন প্রৌঢ়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Xenotransplantation: জিনগতভাবে পরীক্ষা নিরীক্ষা করা শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপিত করা হয়েছিল
চিকিৎসাশাস্ত্রের লিখিত ইতিহাসে এখনও পর্যন্ত বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে পেয়েছিলেন শূকরের হৃদযন্ত্র৷ তীব্র পরীক্ষামূলক সেই প্রতিস্থাপন অস্ত্রোপচারের ৪০ দিন পর প্রয়াত হলেন লরেন্স ফসেট৷ এই মার্কিন নাগরিকের বয়স হয়েছিল ৫৮ বছর৷ গত ৩০ অক্টোবর তিনি প্রয়াত হন৷ ইউনিভার্সটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন-এর তরফে জানানো হয়েছে তাঁর দেহে জিনগতভাবে পরীক্ষা নিরীক্ষা করা শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপিত করা হয়েছিল৷ ২০ সেপ্টেম্বর অস্ত্রোপচারের পর প্রথম কিছু দিন তিনি সুস্থ থাকলেও সম্প্রতি হৃদযন্ত্রের কাজে কিছু সমস্যা দেখা দেয়৷ অস্ত্রোপচারের পর দেড় মাস বা ৬ সপ্তাহ তিনি সুস্থ থাকলেও প্রয়াত হন সোমবার৷
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ‘‘অস্ত্রোপচারের পর মিস্টার ফসেটের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছিল৷ ফিজিক্যাল থেরাপির পাশাপাশি সময় কাটাচ্ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে৷ স্ত্রী অ্যানের সঙ্গে তাসও খেলছিলেন৷ সাম্প্রতিক সময়ে তাঁর দেহে প্রতিস্থাপিত হৃদযন্ত্র প্রাথমিকভাবে প্রত্যাখ্যানের নির্দেশ পাঠাতে শুরু করে৷ এই প্রতিকূলতা চিরাচরিত মানবঅঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও থাকে৷ চিকিৎসকদের আন্তরিক চেষ্টা সত্ত্বেও তিনি ৩০ অক্টোবর প্রয়াত হন৷’’
advertisement
প্রবীণ নৌসেনা ফসেট ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেল্থ-এর প্রাক্তন ল্যাব টেকনিশিয়ান৷ শারীরিক প্রতিকূলতার জন্য তাঁর দেহে চিরাচরিত হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্ভব হয়নি৷ হার্ট ট্রান্সপ্লান্টেশনের আগেও হার্ট ফেলিওরের সম্ভাবনা দেখা দিয়েছিল দুই সন্তানের বাবা ফসেটের ক্ষেত্রে৷ তাঁর স্ত্রী অ্যানের কথায়, ‘‘জানতাম আমাদের সঙ্গে তিনি অল্প সময়ের জন্যই রয়েছেন৷ এবং অন্যদের জন্য কিছু করার এটাই তাঁর কাছে শেষ সুযোগ৷ উনি যে এত দিন জীবিত থাকবেন, সেটা নিজেই কোনওদিন আশা করেননি৷’’
advertisement
advertisement
চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় মানবদেহে প্রাণীদের অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াকে বলা হয় জেনোট্রান্সপ্লান্টেশন৷ প্রতিস্থাপনের জন্য মানবঅঙ্গের সঙ্কট ক্রমাগত লেগেই থাকে৷ সেক্ষেত্রে জেনাট্রান্সপ্লান্টেশনকে বিকল্প পথ হিসেবে ভাবা হয়৷ কিন্তু এই প্রক্রিয়া প্রতিবন্ধকতায় পূর্ণ৷ কারণ মানবদেহের রোগ প্রতিরোধ শক্তি অন্য প্রাণীর প্রতিস্থাপিত অঙ্গকে প্রত্যাখ্যান করতে থাকে৷ বিজ্ঞানীদের আশা, একদিন জেনোট্রান্সপ্লান্টেশন সংক্রান্ত সমস্যা দূর হবে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 4:51 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Xenotransplantation: বিশ্বে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তাঁর দেহে প্রতিস্থাপিত শূকরের হৃদযন্ত্র, সুস্থ হয়েও হার মানলেন প্রৌঢ়