Xenotransplantation: বিশ্বে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তাঁর দেহে প্রতিস্থাপিত শূকরের হৃদযন্ত্র, সুস্থ হয়েও হার মানলেন প্রৌঢ়

Last Updated:

Xenotransplantation: জিনগতভাবে পরীক্ষা নিরীক্ষা করা শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপিত করা হয়েছিল

অস্ত্রোপচারের ৪০ দিন পর প্রয়াত হলেন লরেন্স ফসেট
অস্ত্রোপচারের ৪০ দিন পর প্রয়াত হলেন লরেন্স ফসেট
চিকিৎসাশাস্ত্রের লিখিত ইতিহাসে এখনও পর্যন্ত বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে পেয়েছিলেন শূকরের হৃদযন্ত্র৷ তীব্র পরীক্ষামূলক সেই প্রতিস্থাপন অস্ত্রোপচারের ৪০ দিন পর প্রয়াত হলেন লরেন্স ফসেট৷ এই মার্কিন নাগরিকের বয়স হয়েছিল ৫৮ বছর৷ গত ৩০ অক্টোবর তিনি প্রয়াত হন৷ ইউনিভার্সটি অব মেরিল্যান্ড স্কুল অব মেডিসিন-এর তরফে জানানো হয়েছে তাঁর দেহে জিনগতভাবে পরীক্ষা নিরীক্ষা করা শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপিত করা হয়েছিল৷ ২০ সেপ্টেম্বর অস্ত্রোপচারের পর প্রথম কিছু দিন তিনি সুস্থ থাকলেও সম্প্রতি হৃদযন্ত্রের কাজে কিছু সমস্যা দেখা দেয়৷ অস্ত্রোপচারের পর দেড় মাস বা ৬ সপ্তাহ তিনি সুস্থ থাকলেও প্রয়াত হন সোমবার৷
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ‘‘অস্ত্রোপচারের পর মিস্টার ফসেটের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছিল৷ ফিজিক্যাল থেরাপির পাশাপাশি সময় কাটাচ্ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে৷ স্ত্রী অ্যানের সঙ্গে তাসও খেলছিলেন৷ সাম্প্রতিক সময়ে তাঁর দেহে প্রতিস্থাপিত হৃদযন্ত্র প্রাথমিকভাবে প্রত্যাখ্যানের নির্দেশ পাঠাতে শুরু করে৷ এই প্রতিকূলতা চিরাচরিত মানবঅঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও থাকে৷ চিকিৎসকদের আন্তরিক চেষ্টা সত্ত্বেও তিনি ৩০ অক্টোবর প্রয়াত হন৷’’
advertisement
প্রবীণ নৌসেনা ফসেট ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেল্থ-এর প্রাক্তন ল্যাব টেকনিশিয়ান৷ শারীরিক প্রতিকূলতার জন্য তাঁর দেহে চিরাচরিত হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্ভব হয়নি৷ হার্ট ট্রান্সপ্লান্টেশনের আগেও হার্ট ফেলিওরের সম্ভাবনা দেখা দিয়েছিল দুই সন্তানের বাবা ফসেটের ক্ষেত্রে৷ তাঁর স্ত্রী অ্যানের কথায়, ‘‘জানতাম আমাদের সঙ্গে তিনি অল্প সময়ের জন্যই রয়েছেন৷ এবং অন্যদের জন্য কিছু করার এটাই তাঁর কাছে শেষ সুযোগ৷ উনি যে এত দিন জীবিত থাকবেন, সেটা নিজেই কোনওদিন আশা করেননি৷’’
advertisement
advertisement
চিকিৎসাশাস্ত্রের পরিভাষায় মানবদেহে প্রাণীদের অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াকে বলা হয় জেনোট্রান্সপ্লান্টেশন৷ প্রতিস্থাপনের জন্য মানবঅঙ্গের সঙ্কট ক্রমাগত লেগেই থাকে৷ সেক্ষেত্রে জেনাট্রান্সপ্লান্টেশনকে বিকল্প পথ হিসেবে ভাবা হয়৷ কিন্তু এই প্রক্রিয়া প্রতিবন্ধকতায় পূর্ণ৷ কারণ মানবদেহের রোগ প্রতিরোধ শক্তি অন্য প্রাণীর প্রতিস্থাপিত অঙ্গকে প্রত্যাখ্যান করতে থাকে৷ বিজ্ঞানীদের আশা, একদিন জেনোট্রান্সপ্লান্টেশন সংক্রান্ত সমস্যা দূর হবে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Xenotransplantation: বিশ্বে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তাঁর দেহে প্রতিস্থাপিত শূকরের হৃদযন্ত্র, সুস্থ হয়েও হার মানলেন প্রৌঢ়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement