একে করোনার জ্বালায় জীবন অতিষ্ট। তারপর আবার আমফান। এখন আবার নতুন আতঙ্ক পঙ্গপাল। দেশে হামলা করেছে কোটি কোটি পঙ্গপাল। এই পঙ্গপাল এক নিমিষে শেষ করে দিতে পারে ফসল। তার মানে এর পর না খেয়ে মরতে হবে। দিল্লির দিকে যেতে শুরু করেছে এই পঙ্গপাল।
তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক মেয়ে সে এক ঝাঁক পঙ্গপাল ধরে ভাজা করে খেয়ে নিচ্ছে। প্রথমে পঙ্গপালগুলোকে গরম জলে সেদ্ধ করে, ছাড়িয়ে, কড়া তেলে লেবু পাতা ও লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছে। সোয়া শস দিয়ে নেড়ে নিয়ে, সুস্বাদু খাবার বানিয়েছে সে। এই খাবার খাচ্ছে। দেখে মনে হচ্ছে চিংড়ি মাছ ভাজা। এই ভিডিওটি শেয়ার হয়েছে প্রচুর। তবে এভাবে পঙ্গপাল ধরে ভাজা করে খাওয়া একেবারেই সম্ভব নয়। আমাদের দেশে তো কখনওই নয়। তবুও আতঙ্কের মধ্যে এই ভিডিও কিছুটা হলেও মানুষকে মজা দিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook, India, Locust, Recipe, Viral Video