Unique Farming Idea: জমিতে এক সঙ্গে চার ফসল! জেলায় মাল্টিলেয়ার ফার্মিং-এ দারুণ লাভ কৃষকদের
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Unique Farming Idea: এবার পশ্চিম জটায় মাল্টিলেয়ার ফার্মিং করে লাভ পাচ্ছেন কৃষকরা। একই জমিতে একসঙ্গে বিভিন্ন স্তরে(লেয়ার) একাধিক ফসল চাষ করে বেশি আয় পাওয়ার লক্ষ্যে এই কাজ করা হয়।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার পশ্চিম জটায় মাল্টিলেয়ার ফার্মিং করে লাভ পাচ্ছেন কৃষকরা। একই জমিতে একসঙ্গে বিভিন্ন স্তরে(লেয়ার) একাধিক ফসল চাষ করে বেশি আয় পাওয়ার লক্ষ্যে এই কাজ করা হয়।
মূলত চারটি স্তরে চাষ হয় এখানে। নীচের স্তরে আদা, হলুদ, বীট, আলু জাতীয় ফসল চাষ হয়। ২ য় স্তরে পালং শাক, ধনেপাতা জাতীয় সবজি। ৩ য় স্তরে টমেটো, বেগুন জাতীয় গাছ ও চতুর্থ স্তরে ঝিঙে, লাউ, শসা জাতীয় গাছ লাগানো হচ্ছে।
advertisement
advertisement
এরফলে একই জমিতে লাভ হচ্ছে অনেক। এ নিয়ে এক চাষী প্রবীর পুরকাইত জানিয়েছেন, এই চাষ গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষজন করছেন। ফলে একটি জমিতেই সবরকম ফসল ফলছে।
এছাড়াও এই গ্রামের চাষের জন্য কোনোও রাসায়নিক সার ব্যবহার করা হয়না। ফলে লাভ হয় বিস্তর। সমস্ত রকমের জৈব সার ও ঔষধ ব্যবহার করা হয়। ফলে সেই দিক থেকে দেখতে গেলে এটি একটি জৈব গ্রাম।
advertisement
এই চাষে লাভের দিক লক্ষ্য করে গ্রামের প্রায় সকল বাসিন্দারাই এই চাষ করছেন। মাল্টিলেয়ার ফার্মিং এখানে খুবই জনপ্রিয়। একটি ফসলে ক্ষতি হলেও অন্য ফসল থেকে লাভ পাওয়া যায়।
এই চাষে জলের ব্যবহারও কম হয়। বছরজুড়ে চাষের পাশাপাশি জমির সর্বোত্তম ব্যবহারের জন্য এই মাল্টিলেয়ার ফার্মিং এখন জনপ্রিয় হয়ে উঠছে। আগামীদিনগুলিতে এই চাষ সবজায়গায় হবে বলে মনে করছেন তাঁরা। এই মাল্টিলেয়ার ফার্মিং গোটা ব্লকের চাষের ক্ষেত্রে বিপ্লব আনবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 7:11 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Unique Farming Idea: জমিতে এক সঙ্গে চার ফসল! জেলায় মাল্টিলেয়ার ফার্মিং-এ দারুণ লাভ কৃষকদের
