Mukutmanipur: মুকুটমণিপুরে হলটা কী! কাতারে কাতারে মানুষের ঢল, প্রথম রবিবারে উপচে পড়া ভিড়
- Published by:Riya Das
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Mukutmanipur: ডিসেম্বরের প্রথম রবিবার থেকেই পর্যটকের ঢল, জমজমাট মুকুটমণিপুর। পর্যটন মরশুমে ডিসেম্বরের প্রথম রবিবারেই পর্যটকের ভিড়ে উপচে পড়ল মুকুটমণিপুর।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ডিসেম্বরের প্রথম রবিবার থেকেই পর্যটকের ঢল, জমজমাট মুকুটমণিপুর। পর্যটন মরশুমে ডিসেম্বরের প্রথম রবিবারেই পর্যটকের ভিড়ে উপচে পড়ল মুকুটমণিপুর। সকাল থেকেই বাস, ছোট গাড়ি ও ব্যক্তিগত গাড়িতে পর্যটকদের আগমন শুরু হয়। কেউ পিকনিকের প্রস্তুতিতে ব্যস্ত, কেউ আবার ছুটির ফাঁকে নিখাদ প্রকৃতি উপভোগ করতে হাজির হন এই জল-জঙ্গল-টিলার অপূর্ব মেলবন্ধনের পর্যটন কেন্দ্রে।
কংসাবতী জলাধারের নীল জলরাশির উপর নৌকা ভ্রমণ পর্যটকদের বিশেষ আকর্ষণ।
সকাল থেকেই পিকনিকের রান্নাবান্না শুরু হয় বিভিন্ন দলে। পর্যটকদের বাড়তি আকর্ষণ হিসেবে এবছর মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে জলাধারের পাড় ধরে থাকা রাস্তায় আঁকা হয়েছে রঙিন আলপনা।
advertisement
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
স্থানীয় ব্যবসায়ী ও নৌ-চালকেরা জানান, পরীক্ষার মরশুম চলায় পর্যটকের সংখ্যা তুলনামূলক কিছুটা কম হলেও বড়দিন, নববর্ষ এবং ডিসেম্বর-জানুয়ারি জুড়ে পর্যটকের ঢল নামবে বলে তাঁরা আশাবাদী। এদিকে, পর্যটকদের নিরাপত্তায় কড়া নজরদারিতে রয়েছে পুলিশ প্রশাসন।
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
নৌকা ঘাট থেকে জলাধারের পাড় পর্যন্ত চলছে নিয়মিত পুলিশ টহল, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম রবিবারেই পর্যটকদের ভিড়ে জমে উঠেছে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র।
প্রতিবছর ২৫ ডিসেম্বর থেকে শুরু হয় পর্যটন মরশুম, পর্যটন মরশুম এই বছর এগিয়ে চলে এসেছে অনেকটা। দুর্দান্ত শীত পড়েছে বাঁকুড়ায়, আর সেই কারণেই পর্যটকদের মন টানছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। সকাল থেকে ধরা পড়েছে দুর্দান্ত ভিড়, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পিকনিক। বহু মানুষ পিকনিক করছেন বসে রয়েছেন কংসাবতী জলাধারে পাড়ে। ব্যবসায়ীদের চোখে মুখে একটা আনন্দের ছাপ।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2025 7:28 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mukutmanipur: মুকুটমণিপুরে হলটা কী! কাতারে কাতারে মানুষের ঢল, প্রথম রবিবারে উপচে পড়া ভিড়
