Underarm waxing : ঋতুস্রাবের সময় বাহুমূলে ওয়্যাক্সিং করা কি ঠিক? জেনে নিন কোন কোন সময় ওয়্যাক্সিং এড়িয়ে চলতে হবে

Last Updated:

Underarm waxing : নিজের যত্নের জন্য ওয়্যাক্সিং একান্ত দরকার ৷ কিন্তু কোন সময়ে বাহুমূল নির্লোম করবেন, জেনে নিন

কোন সময়ে বাহুমূল নির্লোম করবেন, জেনে নিন
কোন সময়ে বাহুমূল নির্লোম করবেন, জেনে নিন
নিয়মিত রূপটানের রুটিন মেনে চলা গুরুত্বপূর্ণ ৷ মহিলাদের রূপচর্চার ক্ষেত্রে ওয়্যাক্সিং বা রোমমুক্তি রূপটানের অঙ্গ ৷ বিশেষ করে স্লিভলেস পরলে ওয়্যাক্সিং না করলে উপায় নেই ৷ তাই গরমে স্লিভলেস পরতে হলে রোম নির্মূল করতেই হবে ৷ রোমহীন অঙ্গ স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের যোগান দেয় মহিলাদের ৷ কিন্তু মনে রাখতে হবে যে কোনও সময়ে ওয়্যাক্সিং করলে তা কার্যত হিতে বিপরীত হবে ৷ নিজের যত্নের জন্য ওয়্যাক্সিং একান্ত দরকার ৷ কিন্তু কোন সময়ে বাহুমূল নির্লোম করবেন, জেনে নিন ৷
ঘাম ও চুলকুনি
বাহুমূলে যদি অত্যধিক ঘাম ও চুলকুনি হয়, তাহলে সে সময় ওয়্যাক্সিং না করাই ভাল ৷ কারণ এতে ওয়্যাক্সিং চুলকুনির সমস্যা বাড়িয়ে দিতে পারে ৷ তার ফলে রক্তপাতও হতে পারে ৷
advertisement
অন্তঃসত্ত্বা পর্ব
অন্তঃসত্ত্বা থাকার সময় মহিলাদের শরীরে নানা রকম হরমোনাল পরিবর্তন দেখা দেয় ৷ বাহুমূলের ত্বক এমনিতেই স্পর্শকাতর ৷ এ সময়ে বাহুমূল রোমমুক্ত করার সময় অত্যধিক যন্ত্রণা হতে পারে ৷ পাশাপাশি বাহুমূলের ত্বক ফুলেও উঠতে পারে ৷ তাই অসুবিধে হলেও অন্তঃসত্ত্বা পর্বে বাহুমূল নির্লোম করা থেকে বিরত থাকলেই ভাল ৷
advertisement
বাহুমূলে রোম যদি ছোট থাকে তাহলে নির্লোম করার পদ্ধতি গ্রহণ না করাই ভাল৷ ‘ইনগ্রোন হেয়ার’ নির্মূল না করে কিছু দিন অপেক্ষা করুন৷ তার পর ওয়্যাক্স করুন৷
ঋতুস্রাব
পিরিয়ডসের সময় ত্বক অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে৷ এ সময় সংক্রমণের হারও বেড়ে যায় অনেকটাই৷ ফলে মাসের ওই দিনগুলিতে বাহুমূলে ওয়্যাক্সিং এড়িয়ে চলাই শ্রেয়৷
advertisement
হরমোনাল সমস্যার জন্য ওষুধ, জন্মনিয়ন্ত্রক ওষুধ, বিশেষ কিছু অ্যান্টিবায়োটিক, ব্রণর জন্য ওষুধ খেলে আগে চিকিৎসকের পরামর্শ নিন৷ তার পর বাহুমূল ওয়্যাক্সিং করুন ৷ নয়তো এই প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রণাদায়ী হয়ে উঠতে পারে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Underarm waxing : ঋতুস্রাবের সময় বাহুমূলে ওয়্যাক্সিং করা কি ঠিক? জেনে নিন কোন কোন সময় ওয়্যাক্সিং এড়িয়ে চলতে হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement