Underarm waxing : ঋতুস্রাবের সময় বাহুমূলে ওয়্যাক্সিং করা কি ঠিক? জেনে নিন কোন কোন সময় ওয়্যাক্সিং এড়িয়ে চলতে হবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Underarm waxing : নিজের যত্নের জন্য ওয়্যাক্সিং একান্ত দরকার ৷ কিন্তু কোন সময়ে বাহুমূল নির্লোম করবেন, জেনে নিন
নিয়মিত রূপটানের রুটিন মেনে চলা গুরুত্বপূর্ণ ৷ মহিলাদের রূপচর্চার ক্ষেত্রে ওয়্যাক্সিং বা রোমমুক্তি রূপটানের অঙ্গ ৷ বিশেষ করে স্লিভলেস পরলে ওয়্যাক্সিং না করলে উপায় নেই ৷ তাই গরমে স্লিভলেস পরতে হলে রোম নির্মূল করতেই হবে ৷ রোমহীন অঙ্গ স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের যোগান দেয় মহিলাদের ৷ কিন্তু মনে রাখতে হবে যে কোনও সময়ে ওয়্যাক্সিং করলে তা কার্যত হিতে বিপরীত হবে ৷ নিজের যত্নের জন্য ওয়্যাক্সিং একান্ত দরকার ৷ কিন্তু কোন সময়ে বাহুমূল নির্লোম করবেন, জেনে নিন ৷
ঘাম ও চুলকুনি
বাহুমূলে যদি অত্যধিক ঘাম ও চুলকুনি হয়, তাহলে সে সময় ওয়্যাক্সিং না করাই ভাল ৷ কারণ এতে ওয়্যাক্সিং চুলকুনির সমস্যা বাড়িয়ে দিতে পারে ৷ তার ফলে রক্তপাতও হতে পারে ৷
advertisement
অন্তঃসত্ত্বা পর্ব
অন্তঃসত্ত্বা থাকার সময় মহিলাদের শরীরে নানা রকম হরমোনাল পরিবর্তন দেখা দেয় ৷ বাহুমূলের ত্বক এমনিতেই স্পর্শকাতর ৷ এ সময়ে বাহুমূল রোমমুক্ত করার সময় অত্যধিক যন্ত্রণা হতে পারে ৷ পাশাপাশি বাহুমূলের ত্বক ফুলেও উঠতে পারে ৷ তাই অসুবিধে হলেও অন্তঃসত্ত্বা পর্বে বাহুমূল নির্লোম করা থেকে বিরত থাকলেই ভাল ৷
advertisement
বাহুমূলে রোম যদি ছোট থাকে তাহলে নির্লোম করার পদ্ধতি গ্রহণ না করাই ভাল৷ ‘ইনগ্রোন হেয়ার’ নির্মূল না করে কিছু দিন অপেক্ষা করুন৷ তার পর ওয়্যাক্স করুন৷
ঋতুস্রাব
পিরিয়ডসের সময় ত্বক অত্যন্ত স্পর্শকাতর হয়ে পড়ে৷ এ সময় সংক্রমণের হারও বেড়ে যায় অনেকটাই৷ ফলে মাসের ওই দিনগুলিতে বাহুমূলে ওয়্যাক্সিং এড়িয়ে চলাই শ্রেয়৷
advertisement
হরমোনাল সমস্যার জন্য ওষুধ, জন্মনিয়ন্ত্রক ওষুধ, বিশেষ কিছু অ্যান্টিবায়োটিক, ব্রণর জন্য ওষুধ খেলে আগে চিকিৎসকের পরামর্শ নিন৷ তার পর বাহুমূল ওয়্যাক্সিং করুন ৷ নয়তো এই প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রণাদায়ী হয়ে উঠতে পারে৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2022 2:53 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Underarm waxing : ঋতুস্রাবের সময় বাহুমূলে ওয়্যাক্সিং করা কি ঠিক? জেনে নিন কোন কোন সময় ওয়্যাক্সিং এড়িয়ে চলতে হবে